হায়দরাবাদ: সংবাদ জগতে শোকের ছায়া। প্রয়াত রামোজি রাও। শুক্রবার রাতে হায়দরাবাদে প্রয়াত ইটিভি নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটির প্রধান রামোজি রাও। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৭। উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৫ জুন হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। তারপর থেকে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল।
রামোজি, চেরুকুরি রামোজি রাও নামেও পরিচিত ছিলেন। তাঁর তৈরি রামোজি ফিল্ম সিটি বিশ্বের বৃহত্তম সিনেমা সেট। উষাকিরণ মুভিজ নামে একটি প্রযোজনা সংস্থারও মালিক ছিলেন এই প্রথমসারির ব্যবসায়ী। বিভিন্ন ভাষায় ছবি প্রযোজনা করেছেন তিনি। জাতীয় পুরস্কারও জিতেছিলেন।
আরও পড়ুন: আগামীকালও বাতিল বহু ট্রেন, দেখে নিন তালিকা
রামোজি রাওয়ের প্রয়াণের খবরে শোক প্রকাশ করেন তেলঙ্গানার বিজেপি প্রধান তথা সাংসদ জি কিষাণ রেড্ডি। তিনি এক্স হ্য়ান্ডেলে লেখেন, তেলুগু মিডিয়া ও সংবাদ জগতে তাঁর অবদান প্রশংসনীয়। ওনার পরিবারের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।
দেখুন আরও অন্যান্য খবর: