মুম্বইয়ের রাস্তায় মার্সেডিজ গাড়ি তে বলিউডের দুই তারকা রণবীর সিং ও অর্জুন কাপুর। অ্যাডিডাসের জ্যাকেট,সবুজ সানগ্লাস,মুখে কালো মাস্ক পড়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পাশে বসা অর্জুন কাপুরের গালে চুমু খাচ্ছেন। সেলফি তুলছেন। না, এটা কোনও বলিউড ছবির শুটিং নয়। নতুন গাড়ি কিনেছেন রনবীর। নতুন এই গাড়িটি হল Mercedes Maybach GLS। বর্তমানে ভারতের বাজারে যার দাম আড়াই কোটি টাকা। লকডাউন উঠতেই নতুন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন রনবীর। সঙ্গে বন্ধু অভিনেতা অর্জুন কাপুর।রনবীর লিখেছেন ‘ভরত মিলাপ’ হল দুই তারকার। অভিনেতার গাড়ির শখ অনেকদিনের। তার গ্যারেজে রয়েছে আরেকটি Mercedes-benz এবং লাল রংয়ের Lamborghini Urus। গাড়ি নিয়ে দুই অভিনেতা মুম্বাইয়ের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ালেন। মোবাইল ক্যামেরাবন্দি করলেন নিজেদের।সোশ্যাল মিডিয়ায় এসব ছবি রানবীর দিয়েছেন নিজেই।
খুব শীঘ্রই কবীর খানের পরিচালনায় ‘৮৩’ ছবিতে দেখা যাবে রণবীরকে। এই ছবিতে তাকে দেখা যাবে কপিল দেবের চরিত্রে। কপিলের স্ত্রী রোমির ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। অন্যদিকে ওটিটি প্লাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে অর্জুনের ‘সন্দীপ আউর পিঙ্কি ফারার’। দর্শকদের যথেষ্ট প্রশংসা পেয়েছে অর্জুনের ছবি। এছাড়াও পাশাপাশি আরও বেশ কয়েকটি বলিউড ছবিতে অর্জুনের কাজ চলছে।
রণবীরের নতুন গাড়ি
Follow Us :