মুম্বই: শিবানি শিবাজি রাও হয়ে আবারও পর্দায় ফিরছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির (Mardaani Franchise) তৃতীয় অধ্যায়ের কাজ শুরু হয়ে গেছে, সম্প্রতি সেই খবরই জানিয়ে দিল প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস (Yash Raj Films)। ফের একবার খাকি উর্দিতে ফিরছেন রানি মুখোপাধ্যায়।
এর আগে দু-বার দুঁদে পুলিশ অফিসার শিবানি শিবাজি রাও-এর চরিত্রে পর্দা কাঁপিয়েছেন অভিনেত্রী। ছবির প্রথম দুটি ভাগেই মেয়েদের উপর হওয়া নির্যাতনের গল্প উঠে এসেছে। যেখানে নারী-পাচার, ধর্ষণের মতো ঘটনাকে সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন রানি। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি ছবিই।
আরও পড়ুন: কলকাতায় এসে নিখোঁজ পরিচালক, মমতার কাছে সাহায্যের আর্জি কঙ্গনার
এবার আবারও শিবানি শিবাজি রাও হয়ে পর্দায় ফিরছেন রানি। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজির ১০ বছর পূর্তি উপলক্ষে মর্দানি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ঘোষণা করল যশ রাজ ফিল্মস। প্রযোজনা সংস্থার পক্ষ একটি ভিডিও শেয়ার করে জানানো হয়েছে ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির (Mardaani 3) কাজ চলছে। শীঘ্রই ‘মর্দানি ৩’ মুক্তির দিনক্ষণ জানানো হবে বলেও ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল মর্দানি ২। প্রায় ৫ বছরের ব্যাবধানে ফের এই ফ্রাঞ্চাইসির নতুন ছবির খবর সামনে এল।
দেখুন বিনোদনের আরও খবর