মুম্বই: সেপ্টেম্বরে সন্তান আসার খবর আগেই জানিয়েছিলেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাডুকোন (Deepika Padukone), রণবীর সিং (Ranveer Singh)। দুই থেকে তিন হওয়ার অপেক্ষার আর মাত্র ক’দিন। দীপবীরের কোল আলো করে আসছে তাঁদের একরত্তি সন্তান। বি-টাউন সূত্রে খবর, সন্তান আসার আগেই ১০০ কোটির নতুন বাংলো বাড়ি তৈরি করে ফেলেছেন তারকা দম্পতি। শাহরুখের মন্নতের পাশেই সেই বাংলো। শোনা যাচ্ছে, সন্তানকে সেই বাংলোতেই গৃহপ্রবেশ করবেন দীপবীর।
আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে মেয়েরা, রহস্য উন্মোচন করবেন তনুশ্রী!
কবে ভূমিষ্ঠ হতে চলেছে তারকা দম্পতির সন্তান? সেই নিয়েই অনুরাগীমহলে কৌতূহল তুঙ্গে। রণবীর-দীপিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী ২৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে দীপিকা-রণবীরের জীবনে আসছে নতুন সদস্য। আপাতত হবু সন্তানের জন্য একটি ঘর সাজাতে ব্যস্ত রয়েছেন দম্পতি। জানা যাচ্ছে, মাতৃত্বের সফর বেশ চুটিয়েই উপভোগ করছেন বলিউড ‘মাস্তানি’। সূত্রের খবর, মা হওয়ার পর আগামী বেশ কয়েক মাস বিরতিতে থাকবেন অভিনেত্রী। তারপর ২০২৫ সালের মার্চ মাস থেকে আবার কাজে ফিরবেন দীপিকা।
দেখুন বিনোদনের আরও খবর