কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) চেয়ারপার্সনের পদ থেকে সরছেন রাজ চক্রবর্তী (Raj Chakrabarty), একথা কয়েকদিন আগেই জানা গিয়েছে। রাজ নিজেই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এবছর ৩০তম চলচ্চিত্র উৎসবে (30th KIFF) চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব সামলাবেন না রাজ। গতবছরই নাকি KIFF-এর চেয়ারপার্সন পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছিলেন তিনি। তবে গতবছর সেই অনুরোধ মঞ্জুর হইনি। গতবার ছিল ২৯তম চলচ্চিত্র উৎসব, আর এবার এই উৎসব ৩০তম বছরে পা রাখছে। আর এই বছরই রাজের এই আবেদন মঞ্জুর হয়েছে বলেই সূত্রের খবর।
একটানা ২৫ বছর ধরে চেয়ারপার্সন হিসেবে কাজ করে চলেছেন রাজ। এবারে একটু বিরতি চান। বাকিদেরও সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন তিনি। তাই নিজেই পদ ছাড়ার সিদ্ধান্ত রাজের, এমনটাই জানা যাচ্ছে। এই পদের দায়িত্ব পেতে পারেন পরিচালক গৌতম ঘোষ (Goutam Ghose)। যদিও এই মুহূর্তে তিনি রোমে রয়েছেন। সেখানে নিজের ছবির প্রিমিয়ারে ব্যস্ত। সেখান থেকে ফিরেই চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেবেন কিনা সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এই বিষয়ে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, “আমি বিদেশে। কলকাতায় ফিরে জানাব”।
আরও পড়ুন: ফেডারেশনের নির্দেশে পরিচালনা বন্ধ, প্রসেনজিৎ-অনির্বাণের ছবিতে অন্য ভূমিকায় রাহুল
৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ দায়িত্ব পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), এমনটাও জানা যাচ্ছে। গতবারও অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হিসেবে দেখা গিয়েছে বুম্বা দাকে। এবার কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি এমনটাই খবর টলিপাড়া সূত্রে। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি বুম্বা দার পক্ষ থেকে।
দেখুন বিনোদনের আরও খবর