মুম্বই: নীতেশ তিওয়ারির পরিচালিত ‘রামায়ণ’ (Ramayan) নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। মার্চেই শুরু হয়েছে ছবির শুটিং। এখনও পর্যন্ত যা জানা গেছে সেই অনুযায়ী, রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। আর সীতা হিসেবে প্রথমে আলিয়ার নাম এলেও, পরে জানা যায়, দেখা যাবে সাই পল্লবী (Sai Pallavi)-কে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সিনেমার সেট থেকে রাম-সীতার ছবি। এবার এল নতুন আপডেট, ছবিতে বিশেষ ভূমিকায় নাকি থাকছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
বিটাউন সূত্রে খবর, নীতেশ তিওয়ারির (Nitesh Tiwari) ‘রামায়ণ’-এ জটায়ুর চরিত্রে কণ্ঠ দেবেন বিগ বি। জটায়ুর এই চরিত্রটি আসলে ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে তৈরি করা হবে। তার নেপথ্যেই নাকি শোনা যাবে অমিতাভের কণ্ঠ। অন্যদিকে, এই ছবিতেই নাকি দ্বৈত চরিত্রে ধরা দেবেন রণবীর কাপুর। শুধু রামচন্দ্র নয়, এই ছবিতে অভিনেতাকে পরশুরামের দেখা যাবে চরিত্রেও।
আরও পড়ুন: ন্যায়বিচার চেয়ে বিশেষ প্রার্থনা শ্রাবন্তী-তনুশ্রীর, দেখুন
এছাড়া ববি দেওল, বিজয় সেতুপতি এবং সানি দেওল যথাক্রমে কুম্ভকরণ, বিভীষণ এবং ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করেছেন বলেই জানা গেছে। যদিও এগুলি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। উল্লেখ্য, বেশ বড় পরিসরে ছবির শুট হচ্ছে বলেই জানা যাচ্ছে। নীতিশের ‘রামায়ণ’-এর সিংহভাগ শুটিং হবে মুম্বইতে। তারপরই লন্ডনে পাড়ি দেবে গোটা টিম। সূত্রের খবর, মূলত শ্রীলঙ্কার অংশের শুটিংগুলো হবে মার্কিন মুলুকে। ছবিতে অত্যাধুনিক ভিএফএক্স-এর ব্যবহার করা হবে বলেও জানা গিয়েছে।
দেখুন বিনোদনের আরও খবর