মুম্বই: ২০২২-এ আলি ফজলের (Ali Fazal) সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েন অভিনেত্রী রিচা চাড্ডা (Richa Chadha)। চলতি বছরের গোড়ার দিকে সন্তানধারণের খবর ঘোষণা করেছিলেন অভিনেত্রী। আর গত ১৬ জুলাই আসে সুখবর, মা হন অভিনেত্রী। আলি আর রিচার জীবন আলো করে ঘরে আসে ফুটফুটে এক কন্যাসন্তান।
একরত্তির আগমনে দুই তারকার পরিবারেই এখন খুশির হাওয়া। সেই খুশির হাওয়া এবার এসে লাগল নেটপাড়ায়। কন্যা সন্তানের সঙ্গে প্রথম ছবি প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি। তা দেখে মুগ্ধ নেটিজেনরা। ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন চাড্ডা-ফজল পরিবারের খুদে সদস্যকে।
আরও পড়ুন: টলিপাড়া থেকে বরখাস্ত পরিচালক রাহুল!
মেয়ের প্রথম ছবি পোস্ট করে রিচা-আলি লিখেছেন, “আমাদের জীবনের সবচেয়ে বড় মেলবন্ধনের ঘোষণা এই পোস্টেই করছি। আমরা সত্যিই আশীর্বাদ পেয়েছি। আমাদের এই ছোট্ট মেয়ে আমাদের খুব ব্যস্ত করে রেখেছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ।”
View this post on Instagram
দেখুন বিনোদনের আরও খবর