কলকাতা: টলি পাড়ার অন্যতম মিষ্টি জুটি ঋদ্ধি সেন (Riddhi Sen) ও সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjeee)। তাঁদের প্রেমের সম্পর্ক ইতিমধ্যেই ৯-এ পা দিয়েছে। নিজেদের ভালোবাসার সম্পর্ক নিয়ে কোনও দিনই রাখঢাক করেননি তাঁরা। নেটপাড়ায় এই তারকা জুটিকে বারবারই দেখা যায় হাসিখুশি মুহূর্তে। এবার টাইমস স্কোয়্যারে আদুরে মুহূর্তে দেখা গেল ঋদ্ধি-সুরাঙ্গনাকে।
এই মুহূর্তে নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সের জন্য শিকাগোতে রয়েছেন টলিউডের একঝাঁক তারকা। কনফারেন্সের জন্যই মার্কিন মুলুকে গিয়েছেন টলিপাড়ার অন্যতম মিষ্টি জুটি ঋদ্ধি সেন ও সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনের ফাঁকে তাঁদের দেখা গেল নিউ ইউর্কের (New York City) টাইমস স্কোয়্যারে আদুরে মুহূর্তে।
আরও পড়ুন: শরীরে নানান সরীসৃপ, এ কী কাণ্ড সৃজিতের?
ঠোঁটে ঠোঁট রেখে পরস্পরকে ভালোবাসায় ভরালেন তাঁরা। দুজনের ভালোবাসার মুহূর্তের সাক্ষী থাকলেন বন্ধু রাজর্ষি নাগ। তিনমূর্তি একসঙ্গে পোজও দিয়েছেন ক্যামেরার সামনে। তিনজনেই তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টাইমস স্কোয়্যার (Times Square) থেকে একাধিক মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
উল্লেখ্য, প্রতিবছর আমেরিকায় বঙ্গ সম্মেলন হয়। এবছর ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) ৪, ৫ ও ৬ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ঋদ্ধি সেনের মা ও বাবা রেশমি সেন এবং কৌশিক সেনও উপস্থিত ছিলেন। হ্যামলেটের চরিত্রে অভিনয় করার জন্য পুরস্কার পেয়েছেন ঋদ্ধি। তার জন্য NABC এবং IBEA-এর জুরিদের ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা।
দেখুন বিনোদনের আরও খবর