কলকাতা: আরজি কর কাণ্ডের জেরে বাতিল করতে হয়েছিল ডুরান্ড ডার্বি। তারপরেও সেই রবিবারই টিফো-ব্যানার নিয়ে আন্দোলন আছড়ে পড়েছিল যুবভারতীর বাইরে। বাংলা দেখেছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডান সমর্থকদের আশ্চর্য মেলবন্ধন। এবার আবারও মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং-এর সমর্থকরা একে অপরের হাতে হাত রেখে আরজি কর কাণ্ডের প্রতিবাদে আওয়াজ তুলল।
আর সেই আওয়াজকেই সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen) লিখলেন, শুধু এক বিশেষ বিরোধীপক্ষই হোঁচট খেলেন ‘বিরোধী’ শব্দটার প্রকৃত ব্যবহার করতে, বিরোধিতা করাই তাদের রাজনৈতিক কর্তব্য, অথচ একটা রাজনৈতিক আন্দোলনকে অরাজনৈতিক দেখাতে গিয়ে নিজেরাই সব চেয়ে বেশি প্রমাণ করলেন যে তারা আসলে পতাকার রঙের রাজনীতিটাও ভালো করে বোঝেন না। আর এই মন্তব্যের মাধ্যমে যে তিনি মঙ্গলবারের ছাত্র সমাজের নবান্ন অভিযানকেই দুষেছেন, সেটা বোঝাই যাচ্ছে।
দেখুন বিনোদনের আরও খবর