Tuesday, July 8, 2025
HomeবিনোদনPrasenjit weeds Rituprna: ঋতুপর্ণা-প্রসেনজিৎ-এর বিয়ে ভেস্তে গেল ?

Prasenjit weeds Rituprna: ঋতুপর্ণা-প্রসেনজিৎ-এর বিয়ে ভেস্তে গেল ?

Follow Us :

টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta) কিছুদিন আগে জানা গিয়েছিল তাঁরা বিয়ে করতে চলেছেন। এমনকি দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছিল। কিন্তু ভেস্তে গিয়েছে সেই বিয়ে। সমস্ত জল্পনা এদিন নিজেরাই জল ঢেলে দিয়েছেন। তাহলে সত্যি ঘটনাটা ঠিক কি? প্রসঙ্গত, গত ভালেন্টাইন্স ডে দিন ‘প্রসেনজিৎ ওয়েডসস ঋতুপর্ণা’র(Prasenjit weeds Rituparna) একটি পোস্টের টিজার সামনে এসেছিল। যা দেখে বাংলা ছবির দর্শকরা মনে করেছিলেন পর্দায় বোধহয় সাত পাকে বাঁধা পড়বেন দুজনে। কিন্তু সেই সমস্ত জল্পনা তাঁরা নিজেরাই জল ঢেলে দিয়েছেন।

আরো পড়ুন:Amitabh Bachchan Birthday Kolkata: ঝালমুড়ি ছিল তাঁর প্রিয় খাবার, ঘরভাড়া দিতে পারতেন না

 সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে তারা জানিয়েছেন, ২৫ নভেম্বর বিয়েতে তারা করছেন না, বরং বিয়েটা হচ্ছে অভিনেতা ঋষভ বসু ও ঈপ্সিতা মুখোপাধ্যায়ের। আর এই দুজনের বিয়ে দিতে চলেছেন ঋতুপর্ণা ও প্রসেনজিৎ। এই ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন সম্রাট শর্মা। ছবিটি নিবেদন করছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। ছবিতে ক্যামিও চরিত্রে দুজনের অভিনয়ের সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে বিয়ের শেষ মুহূর্তে নাকি পাত্রী ঈপ্সিতা বেঁকে বসেছেন। তাহলে হিসাবের সঙ্গে তার বিয়েটা আদৌ হবে কিনা,তা জানা যাবে ২৫ নভেম্বর

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39