কলকাতা: টলিপাড়ায় (Tollywood) আবারও এক ছবির শুটিং বন্ধের খবর। একদিকে যখন আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। টলিপাড়াও একজোট হয়ে প্রতিবাদে শামিল। ‘খাদান’, ‘বহুরূপী’-র মতো একাধিক সিনেমার টিজার রিলিজ পিছিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতেই অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) ‘পাগলপ্রেমী’ সিনেমার শুটিং বন্ধের খবর এল।
টলিপাড়ায় নানান মহলের গুঞ্জন, প্রযোজকের সঙ্গে অভিনেতার মনোমালিন্যেই নাকি বন্ধ হয়ে গিয়েছে অভিরূপ ঘোষ (Abhirup Ghosh) পরিচালিত ‘পাগলপ্রেমী’ (Pagal Premi) ছবির একদম শেষ পর্যায়ের শুটিংয়ের কাজ। যদিও এই বিষয়ে অভিনেতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
আরও পড়ুন: যৌন হেনস্তার বিরুদ্ধে সোচ্চার অভিনেত্রীরা, একাধিক দাবিতে দিলেন চিঠি
উল্লেখ্য, বাংলা ধারাবাহিকের দুনিয়ায় অভিনেতা আদৃত রায় জনপ্রিয় মুখ। ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক সুখ্যাতি পান অভিনেতা। ধারাবাহিকের পাশাপাশি আদৃত কাজ করেছেন একাধিক ছবিতেও। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল অভিনেতার প্রথম ছবি ‘নূর জাহান’। এরপরে ‘প্রেম আমার ২’ ছবিতেও মুখ্য চরিত্রে ছিলেন তিনি। ‘পাসওয়ার্ড’, ‘পরিণীতা’-র মতো ছবিতেও তাঁকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকায়।
গত ৯ মে টেলি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ‘মিঠাই’ অভিনেতা। সূত্রের খবর, এই মুহূর্তে বলিউডের কোনও জনপ্রিয় পরিচালকের ছবিতে কাজ করছেন আদৃত।
দেখুন বিনোদনের আরও খবর