সাল্লুভাই মানেই ধমাকা পারফরম্যান্স। প্রায় দুবছর পর সিনেমা হলে মুক্তি পেল সলমন খানের ছবি। অতিমারি কাটিয়ে বক্স অফিস লক্ষ্মী লাভ করছে। সলমন খানের নতুন ছবি ‘অন্তিম’ মুক্তি পেয়েছে শুক্রবার । তাই চার্জ আপ হয়ে আছে ভাইজানের ফ্যানরা।
সলমন খানের ছবি সিনেমা হলে চললে হল মালিকরা একদিকে যেমন খুশি হন, অন্যদিকে একটু ভয়েও থাকেন। কারণ ভাইজানের ফ্যানরা একটু বেশি উত্তেজিত হয়ে পড়েন, ভাইয়ের তাবড়তোর অভিনয় অ্যাকশন আর ডায়লগ ডেলিভারী দেখে উল্লাস করতে গিয়ে সিনেমা হলের ক্ষতি হয়ে যায়।
তবে এবার তাঁর ফ্যানদের ব্যবহারে ভীত হয়ে পড়েছেন সাল্লু ভাই নিজেই। কারণ তাঁর কাছে এসে পৌঁছয় এমন এক ভিডিও যেখানে প্রেক্ষাগৃহের ভিতরে ভাইজানের এন্ট্রিতে বাজি ফাটিয়ে স্বাগত জানাচ্ছে ফ্যানরা।
আতঙ্কিত হয়ে সলমন নিজেই এই ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ করে ফ্যানদের সংযোত হতে অনুরোধ করেন । এবং হল মালিকদের সাবধান করেন, হলের ভিতর কোন ধরনের বাজি নিয়ে যেনো কাউকে প্রবেশ করতে না দেওয়া হয়, এতে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভবনা রয়েছে।
প্রসঙ্গত ‘অন্তিম ‘এর পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ মঞ্জেরেকর । এই ছবিতে ভগ্নিপতী আয়ুষ শর্মার সঙ্গে সিনেমার পর্দাতে দেখা যাচ্ছে সলমন খানকে। প্রথম দিনেই প্রায় পাঁচ কোটির ব্যাবসা দিয়ে বক্স অফিস কাঁপিয়েছে এই ছবি। প্রযোজক সংস্থার দাবি প্রথম সপ্তাহের শেষে ‘অন্তিম ‘ সতেরো কোটির ব্যবসা করে ফেলবে।
View this post on Instagram