কলকাতা: দীপাবলিতে মুক্তি পাচ্ছে সলমন খান (Salman Khan) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)অভিনীত ‘টাইগার ৩’ (Tiger 3)। সপ্তাহান্তে ভাইজান ম্যাজিকে মাতবে গোটা ভারত। স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। এবার প্রকাশ্যে এল নতুন খবর। বলিউড সূত্রে খবর, ৬ রাজ্যে ইংরাজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে এই ছবি। শুক্রবার যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) ভাইস প্রেসিডেন্ট রোহান মালহোত্রার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ঘোষণা করা হয়েছে।
কোনওরকম কাট ছাড়াই সেন্সারবোর্ড U/A সার্টিফিকেট দিয়েছে এই ছবিকে। তবে সিনেমার বেশ কয়েকটি দৃশ্যে বদল আনার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। বলিউড সূত্রে খবর, সেন্সর বোর্ড কমিটির তরফে শুধুমাত্র আড়াই ঘণ্টার ছবির অডিও কাট চাওয়া হয়েছিল। তবে তাতে কোনওরকম আপত্তি করেননি তাঁরা। তবে সাবটাইটেলে ‘বেবাকুফ’ শব্দের পরিবর্তে ‘মাসরুফ’ ব্যবহার করার নির্দেশ দিয়েছে বোর্ড। জাতীয় সংগীতেরও ব্যবহারেও কোনওরকম বদল হয়নি সলমনের ছবিতে।
আরও পড়ুন: এখন কেমন আছেন অভিনেতা দীপঙ্কর দে?
ছয় বছর পর ফের একবার টাইগার হয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন সলমান খান। তাই ভাইজান ভক্তদের মধ্যে উৎসাহের শেষ নেই। কারন, ভাইজানের ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করতে চান না অনেকেই। তাঁরা আগে ভাগেই টিকিট কেটে রাখতে চান। যশরাজ ফিল্মস সূত্রে খবর, ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ছবিটির জন্য অগ্রিম বুকিং। জানা যাচ্ছে, টিকিটের চাহিদা এতটাই বেশি যে শোনা যাচ্ছে, ১২ নভেম্বর সকাল ৭টায় একটি শো রাখার কথা চিন্তাভাবনা করছেন নির্মাতারা।
আদিত্য চোপড়া এবং মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ নিয়ে এখন ভীষণ উত্তেজিত ভক্তেরা। এই ছবির অ্যাকশন দৃশ্যের জন্য প্রায় দুই মাস ধরে প্রস্তুতি নিয়েছেন ক্যাটরিনা কাইফ। তিনি জানিয়েছেন, ছবিতে জোয়াকে অভিনব স্টান্ট করতে দেখা যাবে। আর এই মারকাটারি স্টান্টগুলির জন্য দীর্ঘ সময় প্রস্তুতি নিয়েছেন তিনি। পাশাপাশি, এই ছবিতে দীর্ঘ ছয় বছর পর ফের একবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন সলমান খান এবং ক্যাটরিনা। তাঁদের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ভক্তরা।
দেখুন আরও অন্য খবর: