অর্ক্য চট্টোপাধ্যায়, কলকাতা: মন ভালো নেই বঙ্গবাসীর, আরজি কর কাণ্ডের (RG Kar incident) সঠিক বিচারের প্রত্যাশায় রয়েছেন সকলেই। সঠিক বিচারের দাবিতে দফায় দফায় চলছে প্রতিবাদ, মিছিল, রাত দখল। পথে নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন আমজনতা থেকে তারকারা। এই অসম সময়ে অসংখ্য তারকাদের সঙ্গে মন ভালো নেই পরিচালক সন্দীপ রায়েরও (Sandip Ray)। আজ রবিবার তাঁর জন্মদিন, খুশির এই দিনে চারপাশের পরিস্থিতিতে বড়ই বিষণ্ণ তাঁর হৃদয়।
কলকাতা টিভির পক্ষ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফোন করা হলে কথায় কথায় উঠে আসে আরজি কাণ্ডের প্রসঙ্গ। সন্দীপ বাবু জানান, এই অসম আবহে মনটা বড়ই বিষণ্ণ তাঁর। ভালো লাগছে না। চারিদিকের উত্তাল পরিস্থিতি নিয়ে চিন্তিত তিনি। চিন্তিত তাঁর স্ত্রী ললিতা দেবীও। সামগ্রিক পরিস্থিতি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, আরজি করের ঘটনায় দোষীরা যাতে দ্রুত শাস্তি পায়, সেই আশা তাঁদের।
আরও পড়ুন: ঘরেতে খুশির খবর, মা হলেন দীপিকা পাডুকোন
উল্লেখ্য, গত মে মাসে মুক্তি পেয়েছিল সন্দীপ রায় পরিচালিত ফেলুদা-ছবি ‘নয়ন রহস্য’। নতুন ছবি নিয়ে কী পরিকল্পনা তাঁর? সেই প্রসঙ্গে কয়েকমাস আগে কলকাতা টিভির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকারে সন্দীপ বাবু জানিয়েছিলেন, নতুন ছবি নিয়ে ভাবনাচিন্তা চলছে। তবে পরবর্তী ছবি ফেলুদা কাহিনি অবলম্বনে তৈরি করবেন না পরিচালক, প্রফেসর শঙ্কুর কোনও এক কাহিনি নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি সত্যজিৎ রায়ের তিন-চারটে ছোটগল্প নিয়েও একটি ছবি তৈরির ইচ্ছা রয়েছে মানিক পুত্রর।
দেখুন সন্দীপ রায়ের সাক্ষাৎকার
দেখুন বিনোদনের আরও খবর