Friday, July 18, 2025
Homeবিনোদনফেলুদার অসমাপ্ত গল্পের ভবিষ্যৎ কী?
Sandip Ray

ফেলুদার অসমাপ্ত গল্পের ভবিষ্যৎ কী?

কালার বারের আড্ডায় কলকাতা টিভির সঙ্গে সত্য পুত্র সন্দীপ

Follow Us :

কলকাতা: ‘হত্যাপুরী’-র পর সন্দীপ রায়ের (Sandip Ray) পরিচালনায় পর্দায় ফিরেছে ফেলুদা। গত ১০ মে মুক্তি পেয়েছে ‘নয়ন রহস্য’ (Nayan Rahasya)। ২০২২ সালে সন্দীপ রায় পরিচালিত ‘হত্যাপুরী’ ছবির মাধ্যমে ফেলুদা, তোপসে ও লালমোহন হিসেবে দর্শকদের সামনে এসেছিলেন যথাক্রমে ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta), আয়ুষ দাস (Ayush Das) ও অভিজিৎ গুহ (Abhijeet Guha)। নয়ন রহস্য’ ছবিতেও এঁদেরই দেখা গেছে ওই তিন চরিত্রে।

আরও পড়ুন: কালিয়াচক কাণ্ড এবার বড়পর্দায়!

‘নয়ন রহস্য’ নিয়ে সন্দীপ রায়কে দর্শকরা কী বললেন? বড়পর্দায় ফেলুদার স্বত্ব, ‘তোতা রহস্য’, ‘আদিত্য বর্ধনের আবিষ্কার’ -এর মতো অসমাপ্ত ফেলুকাহিনীর ভবিষ্যৎ, পরবর্তী ফেলুদা কবে? শঙ্কু কি পর্দায় ফিরবে? ‘বঙ্কুবাবুর বন্ধু’ কোনওদিন করার কথা মাথায় রাখবেন সত্য পুত্র? ইত্যাদি নানান প্রশ্ন নিয়ে কলকাতা টিভির পক্ষ থেকে আমি অর্ক্য মুখোমুখি হয়েছিলাম সন্দীপ রায়ের সঙ্গে কালার বারের (Colour Bar) আড্ডায়। কী কী কথা হল দেখুন সম্পূর্ণ ভিডিও –

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39