কলকাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও (Viral Video)। যেখানে দেখা গিয়েছে, বিমানসেবিকার ভুলে সারার গায়ের উপর উলটে যায় জ্যুসের গ্লাস। আর তাতেই রীতিমতো রেগে লাল অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)।
অভিনেত্রীকে সাধারণত হাসিখুশি মুডেই দেখা যায়। তাঁর কথাবার্তা, ব্যবহারের জন্য অল্প সময়ের মধ্যেই পাপারাৎজিদের পছন্দের তারকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন সারা। সময় পেলেই বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। বিগত বেশ কয়েকদিন ধরেই বন্ধু-বান্ধবদের সঙ্গে কাশ্মীরেই রয়েছেন সারা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের চোখে পড়ল ভাইরাল ভিডিও।
আরও পড়ুন: উঠল নিষেধাজ্ঞা, পরিচালকের আসনে ফিরছেন রাহুল
ভিডিওতে দেখা গেল বিমানের মধ্যে সারার দিকে এগিয়ে এলেন বিমানসেবিকা। অভিনেত্রীর গায়ে ফলের রসের গ্লাস উল্টে যেতেই রেগে যান সারা। মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন বিমানসেবিকা, ছুটে এসেছেন বিমানচালক। রেগে লাল সারা। এরপরই আসন ছেড়ে উঠে যান তিনি। ভাইরাল ভিডিওতে শান্ত স্বভাবের সারার এই রূপ দেখে অবাক হয়েছেন অনুরাগীরা। অনেকে আবার বলেছেন, গায়ের মধ্যে জ্যুস পড়ে গেলে রাগ তো হবেই, কেউবা বলেছেন এটা হয়তো কোনও শুটিংয়ের দৃশ্য।
View this post on Instagram
দেখুন বিনোদনের আরও খবর