কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Hospital Incident) বিচার চাইছে গোটা দেশ। রাত দখল নিতে পথে নামছে মহিলারা। বাংলার দিকে দিকে আজ প্রতিবাদ। নারী সুরক্ষার বার্তা নিয়ে হাতে হাতে ধরে হাঁটবে এই বাংলার মেয়েরা। রাত ১১টায় রাজ্যের নানা প্রান্তে জমায়েতের ডাক তুলেছেন মহিলারা। এই কর্মসূচীতে বহু পুরুষ সামিল হতে চেয়েছেন সদিচ্ছায়। এবার সারেগামাপা-র ফাইনালিস্ট সঙ্গীত শিল্পী অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty) কলম ধরলেন। তিনি বলেন, লিখলেন, এমন কোনও মানুষ যাতে এদিন না আসে, যারা ভিড়ে সুযোগ পেলেই…
আরও পড়ুন: বিচার চেয়ে রাজপথে নামবে মহিলারা, নিরাপত্তায় থাকবে বাড়তি পুলিশ
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১ টা ৫৫ মিনিটে জমায়েত হবেন মহিলারা। শুধু কলকাতা নয় রাত দখলের ডাক দিয়ে আজ পথে নামবেন দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মহিলারা। প্রতিবাদে সরব হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, স্বস্তিকা মুখ্যোপাধ্যায়, প্রসেনজিৎ, আবিররা। ‘রাত দখল’ অভিযানে যোগ দিতে যাবেন সোহিনী সেনগুপ্ত, ইমন চক্রবর্তী। কলকাতার প্রতিটা ঘটনার প্রতিবাদে পথে নামবেন মহিলারা। নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে ‘স্বাধীনতার মধ্যরাতে, নারী স্বাধীনতার জন্য, রাতের দখল নাও মেয়েরা’ এ নিয়ে চলছে প্রচার। সোশ্য়াল মিডিয়ায় উঠেছে ঝড়। বহু পুরুষ সামিল হতে চেয়েছেন সদিচ্ছায়। বহু সংগঠন থেকে রাতে মেয়েদের যাতায়াতের যাতে সমস্যা না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এবার সারেগামাপা-র ফাইনালিস্ট অনন্যা চক্রবর্তী লিখলেন, অনন্যা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন, ‘কখনো বাসে, ট্রেনে বা অটো রিকশায়, ভিড়ের মধ্যে কোনও মহিলার বুকে কনুইয়ে ধাক্কা দিয়েছেন? অথবা ভিড়ের সুযোগ নিয়ে পিঠে পা পশ্চাৎদেশে চিমটি কেটেছেন? কিছুই না, তারা মিছিলে অংশ নেবেন না। আসলে ভিড় হবে তো, মেয়েরা যাতে বাড়ি ফিরে শান্তির ঘুমটা দিতে পারে, এই জন্য বলা।’
অন্য খবর দেখুন