মুম্বই: বড় চমক দিলেন বলিউড বাদশা। ‘দ্য লায়ন কিং’ (The Lion King)-এর প্রিক্যুয়েলে শাহরুখের সঙ্গে বিশেষ ভূমিকায় তাঁর কনিষ্ঠ পুত্র অ্যাব্রাম (AbRam Khan)। জল্পনা চলছিল অনেকদিন ধরেই, এবার জল্পনাই সত্যি হল। শাহরুখ অনুরাগীদের জন্য এল দারুণ খবর। ‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবিতেও থাকছে বলিউড বাদশার কণ্ঠ।
আরও পড়ুন: টেলর সুইফটকে হারিয়ে নাম্বার ওয়ান অরিজিৎ!
তবে এই পর্বে থাকছে নয়া চমক। এবার ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল ‘মুফাসা: দ্য লায়ন কিং’ (Mufasa: The Lion King) ছবিতে নেপথ্য কণ্ঠ দিয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) কনিষ্ঠ পুত্র অ্যাব্রাম খান। ২০১৯ সালে ‘দ্য লায়ন কিং’ ছবিতে ডাবিং করে বলিউড বাদশা চমকে দিয়েছিলেন অনুরাগীদের। ‘সিম্বা’ চরিত্রে কণ্ঠ দিয়ে নজর কেড়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)-ও।
আর এবার ছবির প্রিক্যুয়েল বড় চমক অ্যাব্রাম। সোমবার সকালে ছোট্ট মুফাসার নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে অ্যাব্রামকে প্রকাশ্যে নিয়ে এলেন শাহরুখ এবং ডিজনি। চলতি বছরের ২০ ডিসেম্বর, বড়দিনের উপহার হিসেবে মুক্তি পাচ্ছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। ‘মুফাসা’-র রাজা হয়ে ওঠার নেপথ্যের গল্প সিনেপর্দায় দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন সিনেপ্রেমীরা।
দেখুন বিনোদনের আরও খবর