শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও ফুটবলের আঁচ অনুভব করছে। বিশ্বকাপ ফুটবল উন্মাদানায় মেতে উঠেছে সমস্ত দেশ। প্রিয় দলকে সমর্থন জানাতে অনেকেই অনেক কিছু করছেন। এক কৃষ ক সোনা মিয়া তার প্রিয় দল আর্জেন্টিনার পতাকার রং এ নিজের পুরো বাড়ি এবং প্রাচীর রাঙিয়ে দিয়েছেন। বাংলাদেশের এই কৃষক এখন সংবাদের শিরোনামে।
আরো পড়ুন: Mamata Banerjee mourns Aindrila ‘s demise: অভিনেত্রীর অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, শাহরুখ খান তখন ব্যস্ত তার বাড়ির নেমপ্লেট নিয়ে। কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিল এই নেমপ্লেটের কথা। শুধু নেমপ্লেটের জন্যই যা খরচ হয়েছে তা সকলকে তাক লাগিয়ে দেবার মতন। ভন্ডদের নতুন নেমপ্লেট ডিজাইন করেছেন শাহরুখ ঘরণী ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান।
প্রসঙ্গত, মুম্বই বেড়াতে গেলে শাহরুখ ভক্তরা একবার হলেও দর্শন করেন তাদের প্রিয় অভিনেতার বাড়ি ‘মন্নত’। এবার সেই নতুন ডিজাইনের নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে ভক্তরা ছবি তুলবেন।
চলতি মাসের শুরুর দিকে ২৫ লক্ষ টাকা ব্যয় করে নেমপ্লেট বদলে ছিলেন ‘বলিউড বাদশা’। কয়েক মাসের মধ্যেই আবার বদলে ফেললেন মন্নতের বাড়ির নেমপ্লেট। জানা গেছে এটি নাকি হীরে দিয়ে তৈরি। সারা বিশ্বে শাহরুখের কোটি কোটি ভক্তদের নিয়ে একটি অফিসিয়াল ফ্যান ক্লাব রয়েছে। সেই ফ্যান ক্লাবের ভেরিফাইড টুইটার একাউন্টে নতুন নেমপ্লেটের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে মান্নাদের বাড়ির এই নতুন নেমপ্র্যাকটি হীরে দিয়ে তৈরি হয়েছে। বলিউড বাদশা এ নতুন নেম প্লেটের ছবি এখন ইন্টারনেটে ভাইরাল।
১৯৯৭ সালে ‘ইয়েস বস’ ছবির শুটিং কালে সমুদ্র তীরবর্তী এই বাংলোটি বলিউড অভিনেতার মনে ধরে। সেই সময় এটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। এক গুজরাটি ব্যবসায়ীর কাছ থেকে পরবর্তীকালে এটি কিনে দেন শাহরুখ। জানা যায় শুরুতে এটি তিনি বিক্রি করতে চাননি। প্রথমে বলিউড বাদশা এটির নাম দিতে চেয়েছিলেন ‘জান্নাত’। কিন্তু ২৫ সালে বাড়ির নাম রাখা হয় ‘মন্নত’।
বলিউড বাদশা সেই বাড়ির নেমপ্লেটে এখন হীরের চমক।