মুম্বই : বলিউডের বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) জন্মদিন (Birthday)। প্রতি বছর অগণিত দর্শককে জন্মদিনের দিন ঠিক রাত ১২ টায় মান্নাতের (Mannat) ছাদে দেখা দেন তিনি। দুই বাহু ছড়িয়ে নিজের জনপ্রিয় পোজও করেন দর্শকদের উদ্দেশ্যে। তবে এবার ৫৯ তম জন্মদিনের (59th Birthday) দিন দর্শকদের দেখা দিলেন না কিং খান (Shahrukh Khan)। কিন্তু কেন?
সম্প্রতি, মুম্বই (Mumbai) শহরজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। বিষ্ণোই গোষ্ঠীর (Bishnoi Gang) রোষের মুখে সলমান খান (Salman Khan) ঘনিষ্ঠরা। কয়েকদিন আগে বিষ্ণোই গোষ্ঠীর (Bishnoi Gang) হাতে খুন হতে হয় মহারাষ্ট্রের এনসিপি নেতা এবং সলমান খান (Salman Khan) ঘনিষ্ঠ বাবা সিদ্দিকি (Baba Siddique)।
শাহরুখ খানও (Shahrukh Khan) বাবা সিদ্দিকির (Baba Siddique) ঘনিষ্ঠ ছিলেন, তাই আশঙ্কা তিনিও বিষ্ণোই গোষ্ঠীর (Bishnoi Gang) নজরে আছেন। প্রাণহানির সংশয়ে এবার তাই ঝুঁকি নিতে রাজি হননি শাহরুখ (Shahrukh Khan)। প্রথমবার রেওয়াজ ভেঙ্গে, জন্মদিনের দিন দর্শকদের দেখা দিলেন না মান্নাতের (Mannat) ছাঁদে।
আরও পড়ুন : ফিল্টার তামাকজাত পণ্য নিষিদ্ধ করতে কেন্দ্রকে আহ্বান আদালতের
শুধুমাত্র তাই নয়, গতকাল ছিল দীপাবলি (Diwali)। তাই শাহরুখ খান (Shahrukh Khan), স্ত্রী গৌরী (Gouri Khan) ও কন্যা সুহানাকে (Suhana Khan) নিয়ে উপস্থিত হন দিওয়ালি পার্টিতে (Diwali Party), বারোটা বাজার ঘণ্টাখানেক আগেই। তাই এবার তাঁর অনুগামীদের দেখা দিতে পারেন নি শাহরুখ খান (Shahrukh Khan)।
অন্য খবর দেখুন