কলকাতা: অনেকদিন ধরেই কর ফাঁকির অভিযোগে বিদ্ধ পপ তারকা তথা কলম্বিয়ান সুপারস্টার গায়ি (Singer) শাকিরা (Shakira)। আর জন্য তাঁর মাশুল গুনে দিতে হয়েছে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১৮ কোটি টাকার জরিমানা। তবু স্বস্তি নেই। এ বার নাকি জেল (Jail) খাটতে হতে পারে শাকিরাকে!
শাকিরার বিরুদ্ধে স্প্যানিশ সরকার অভিযোগ এনেছে, ২০১৮ সালে নাকি মোটা টাকা কর হিসাবে দেওয়ার কথা ছিল পপ তারকার। পাঁচ বছর ধরে সেই কর মেটাননি তিনি। শুধু তা-ই নয়, ভুয়ো এক সংস্থার নাম ব্যবহার করে নাকি কর ফাঁকি দেওয়ার চেষ্টাও করেছিলেন গায়িকা। সেখান থেকেই বিপত্তির শুরু। স্প্যানিশ আইন অনুযায়ী, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বিশেষ কর দিতে হয়। ফুটবলার জের্ডার পিকের সঙ্গে সম্পর্কে থাকাকালীন শাকিরা বার্সেলনায় থাকতেন। পরে সম্পর্ক ভেঙে যেতে শাকিরা মায়ামিতে চলে যান।
দেখুন আরও অন্য খবর: