টেলিভিশন চ্যানেলে অমিতাভ বচ্চনের রিয়েলিটি শো-তে(Amitabh Bachchan’s reality show) এসেও তার সঙ্গে শাহরুখ খানকে(Sharukh Khan) নানান রসিকতা করতে দর্শকরা দেখেছেন। তাছাড়াও নানান আড্ডায় কিংবা অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর অত্যন্ত মজার ছলে তিনি দিয়ে থাকেন। তাতে অনুরাগীরা আরও বেশি করে তার ভক্ত হয়ে যায়।
এবার এক বিনোদনমূলক ম্যাগাজিনের সাক্ষাৎকার দিতে গিয়ে অদ্ভুত তথ্য ফাঁস করেছেন শাহরুখ। যা শোনার পর বলিউড বাদশাকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর(Karan Johar) প্রকাশ্যেই বলে থাকেন যে তিনি সমকামী। এমনকি তার আত্মজীবনীর পাতায় পাতায় তিনি সে কথা লিখেছেনও। অন্যদিকে শাহরুখ-করণ বন্ধুত্ব নিয়ে বলিউডের আনাচে কানাচে নানান গুঞ্জন শোনা যায়। কারণের একের পর এক ছবিতে শাহরুখের অভিনয় করার কারণ নিয়ে অনেকেই বাঁকা মন্তব্য করতে দেখা যায়। করণ অবশ্য পর্দায় শাহরুখকে শ্রেষ্ঠ প্রেমিক বলে অভিহিত করতে প্রকাশ্যে কখনো ভোলেন না।
‘কভি খুশি কভি গম'(Kabhi Khusi Kabhi Gam) মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দারুন সাফল্য পেয়েছিল। তখনই একটি ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে করণের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে কথা উঠলে তিনি হেসে উড়িয়ে দিয়েছিলেন। তারপর এক অদ্ভুত মন্তব্য করেছিলেন যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। আসলে
শাহরুখ-করণ বন্ধুত্বের সম্পর্ককে সমকামী সম্পর্ক বলে অনেকেই মনে করেন। আসলে ‘সমকামিতা'(Homosexual) শব্দটা নিয়ে অনেকেই বিব্রত থাকেন। শুনলেই আঁতকে ওঠেন। শাহরুখ বলেছিলেন করণ আমার খুব ভালো বন্ধু। আর বাকিটা গুঞ্জন।
বলিউড কিং বলেন, আসলে আমি হেট্রোও নই, হোমোসেক্সুয়ালও নই….. আমি ট্রাইসেক্সুয়াল(Trisexual)। আমি সবকিছু ট্রাই করতে ভালোবাসি। অবশ্য এটা বলার পর তিনি এটাকে খুব সিরিয়াসলি নিতে বারণ করেন। এটা কি তিনি রসিকতার চলে বলেছেন তা বলিউড বাদশা বার বার বুঝিয়ে দেন।