কলকাতা: মানবিকতার অনবদ্য উদাহরণ রাখল ফিল্ম প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস (Surinder Films), অভিনেতা-সাংসদ দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures) এবং উইনডোজ (Windows Production House)। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার কথা মাথায় রেখে দেবের নতুন ছবি ‘খাদান’ (Khadaan) এবং শিবপ্রসাদ-নন্দিতার (Shiboprosad Mukherjee-Nandita Roy) ‘বহুরূপী’ ছবির টিজার মুক্তি পিছিয়ে দিল সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাগুলি।
সংস্থার গুলির তরফে যৌথভাবে বিবৃতিতে বলা হয়, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয় আমাদের দল, তাই আমাদের ছবি খাদান-এর টিজার প্রকাশ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
পাশাপাশি উইন্ডোজের পক্ষ থেকে জানানো হয়েছে, “আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভয়াবহ ও বেদনাদায়ক ঘটনায় আমরা শোকার্ত ও বিরক্ত। আমাদের টিম এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তাই আমাদের পরবর্তী ছবির টিজার লঞ্চের কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
আরও পড়ুন: এক অঙ্গে সাত রূপ, বড় চমক সোহম-ইধিকার
প্রসঙ্গত, মঙ্গলবার আরজি কর কাণ্ডের তদন্তের ভার সিবিআইকে (CBI) দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কলকাতা পুলিশ (Kolkata Police) ইতিমধ্যেই তদন্তের কেস-ডায়রি সিবিআইকে হস্তান্তর করে দিয়েছে। সিসিটিভি ফুটেজ সহ আরও কিছু ফাইল আজই নিয়ে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
দেখুন অন্য খবর: