শ্যুটিং স্পট হিসেবে কাশ্মীরের জুরি মেলা ভার। বহু বলিউড ছবির শ্যুটিং ডেস্টিনেশন উপত্যকা। শ্যুটিং দলের হানাবাজিতে সৌন্দর্য হারাতে বসেছে পাহাড়। চারিদিকে মাত্রাতিরিক্ত দূষণ। এমন অভিযোগও উঠেছে বারেবারেই। কাশ্মীরকে কী করে ফেভরিট শ্যুটিং ডেস্টিনেশনে পরিণত করা যায় তা নিয়েই সদ্যই জম্মু- কাশ্মীর সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন আমির খান, রাজকুমার হিরানি সহ বলিউডের অনেকে।
শ্যুটিং ডেস্টিনেশন হিসেবে কাশ্মীরের হারানোর জায়গা পুনরুদ্ধারের ভাবনাটা শুরু হয়েছিল অনেক আগেই। কাশ্মীরকে কী করে দূষণ মুক্ত রাখা যায় তা নিয়ে নতুন ফিল্ম পলিসি তৈরির জন্য মতামত দিয়েছিলেন বলিউডের অনেকেই। তালিকায় ছিলেন ইমতিয়াজ আলি, নীতিশ তিওয়ারি, দানেশ ভিজন, একতা কাপুর, অশ্বিনী আইয়াররা। মুম্বই থেকেই কাশ্মীরের নতুন ফিল্ম পলিসি সংক্রান্ত তাঁদের মতামত ড্রাফ্ট করে পাঠিয়েছিলেন ইমতিয়াজরা।
নতুন পলিসিতে জম্মু- কাশ্মীরে শ্যুটিং করতে নির্মাতাদের যেমন সুবিধে হবে তেমনই উপত্যকাতেও দূষণ মুক্ত ও সুরক্ষিত রাখা যাবে বলেই আন্দাজ করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য মাস কয়েক আগে কাশ্মীরের লাদাখে ‘লালসিং চাড্ডা’র শ্যুটিং সারছিলেন আমির খান। সেই সময় আমিরদের বিরুদ্ধে লাদাখে দূষণ করার অভিযোগ তুলেছিলেন পরিবেশপ্রেমীরা। অভিযোগ ওঠার পরই কাশ্মীরের পরিবেশ সুরক্ষিত রাখার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেন পরিবেশবিদরা। বলিউড স্টারদের সঙ্গে দফায় দফায় ভার্চুয়াল আলোচনা শুরু করেন তাঁরা।