কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে কলকাতায় নিজের কনসার্টের তারিখ পিছিয়ে দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। আগামী ১৪ সেপ্টেম্বর কনসার্টটি হওয়ার কথা ছিল। কিন্তু সেই কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন শ্রেয়া। শনিবার সকালে তিনি সোশাল মিডিয়ায় একটি বিবৃতিতে জানিয়েছেন, “কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। একজন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে।”
আরও পড়ুন: অরিজিৎকে কটাক্ষ কুণালের, নিশানায় টলিপাড়ার শিল্পীরাও!
সঙ্গীতশিল্পী আরও বলেছেন, “আমি এবং আমার প্রচারক এফএম সংস্থা এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। আগামী অক্টোবরে কনসার্টটি হবে। আমরা সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো বেশি গুরুত্বপূর্ণ। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।”
কনসার্ট পিছিয়ে দেওয়ার জন্য অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন শ্রেয়া। জানিয়েছেন, অক্টোবরের কবে ওই কনসার্টের আয়োজন করা হবে, সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। শ্রেয়া এদিন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে আরও লেখেন, “আমি আশা করব আমার বন্ধুরা এবং সমস্ত অনুরাগীরা আমার এই সিদ্ধান্ত মেনে নেবেন এবং বুঝবেন। আমাদের পাশে থাকবেন। সবাই একসঙ্গে বেঁধে বেঁধে থাকুন এই অমানবিক পশুদের লড়াইয়ের বিরুদ্ধে।”
🙏🏻❤️🩹 pic.twitter.com/Pk0QfsI6CM
— Shreya Ghoshal (@shreyaghoshal) August 31, 2024
দেখুন বিস্তারিত খবর