মূলত দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হলেও কিংবদন্তি অভিনেতা কামাল হাসান কন্যা শ্রুতি হাসান এই মুহূর্তে
বলিউডেরও যথেষ্ট পরিচিত মুখ। শ্রুতি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয়। শোবিজ অঙ্গনের পাশাপাশি তাকে নিয়ে বহুবার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে এসেছে। তার সাম্প্রতিক বন্ধু শান্তনু হাজারি কার্ড সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রুতি। কিছুদিন আগে তিনি এই সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছেন। সান্তনুর আগে তিনি বিনোদন জগতের অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে গুঞ্জন শোনা যায়। শান্তনু হাজারিকাকে জীবনসঙ্গী করবেন বলেই তাঁর ভক্তদের ধারণা। এমনটাই আশ্বাস তারা পেয়েছেন শ্রুতির কাছ থেকে। তবুও তার ভক্তদের অবচেতনমনে প্রশ্ন জাগে যে শ্রুতির পুরনো প্রেমিকদের নিয়ে শ্রুতি কি আদৌ কিছু ভাবেন! প্রসঙ্গত, ২০১২ সালে ঐশ্বরিয়া রজনিকান্ত নির্মিত ‘থ্রি’ ছবিটি। রোমান্টিক সাইকোলজিকাল থ্রিলার ঘরানার এই ছবিতে শ্রুতি জুটি বেঁধেছিলেন ধানুশের সঙ্গে।
ছবির প্রযোজক ঐশ্বরিয়া সম্পর্কে ধানুশের স্ত্রী হলেও এই ছবির পর থেকে শ্রুতি-ধানুশের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। শোনা যায় শ্রুতির সঙ্গে ধানুশের এই সম্পর্কের জেরে তাঁদের ঐশ্বর্য দাম্পত্য জীবনে যথেষ্ট প্রভাব পড়েছিল। এক দশক পর কিছুদিন আগে ঐশ্বর্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ধানুষ। নেটিজেনদের অনেকেই হালকা ছলে বলেছেন ধানুশের এই বিবাহবিচ্ছেদ কি ছুটির জন্য! দক্ষিণের সিনেমার আরেক জনপ্রিয় চিত্রনায়ক নাগা চৈতন্যর সঙ্গেও শ্রুতির প্রেমের সম্পর্কের কথা শোনা যায়। ২০১৩ সালে নাগার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় শ্রুতির। শোনা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা-রুথ-প্রভুর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে শ্রুতির প্রেমে হাবুডুবু খেয়েছিলেন নাকি নাগা।

এমনকি এমন রোডে গিয়েছিল যে নাগা-শ্রুতি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ঘটনাচক্রে নাগা সামান্হা বৈবাহিক সম্পর্ক এর সম্প্রতি নষ্ট হয়েছে। বিবাহ বিচ্ছেদ হয়েছে তাদেরও। বলিউডের ইউনিভার্সাল প্রেমিক অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে শ্রুতির নাম জড়িয়েছিল। বেশ কয়েক বছর আগে একটি বিজ্ঞাপনে তাঁরা দুজন একসঙ্গে কাজ করেছিলেন। তারপর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন জোরালো হয়েছিল। তারপর অবশ্য রণবীরের দৃষ্টি ঘুরে যায় অন্যদিকে। গুঞ্জনের আগুন অবশ্য নিভে যায়। এমনকি শোবিজ জগতের বাইরেও ২০১৪ সালে শ্রুতির নাম ভারতের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সুরেশ রায়নার সঙ্গে জড়ায়।
সময় পেলেই নাকি শ্রুতি সুরেশ রায়নার এর সঙ্গে গোপনে দেখা করতেন। তারপর মাইকেল করছেন নামে যুক্তরাজ্যের এক যুবকের সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে শ্রুতি নাকি প্রেম করেছেন। সালমান কিরক ব্যান্ডের সঙ্গে গান রেকর্ডিং করতে গিয়ে পরিচয় হয়েছিল তাদের। প্রেমের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা নাকি করেছিলেন শ্রুতি। এমনকি মাইকেল নাকি তার বাবা-মায়ের সঙ্গে শ্রুতিকে আলাপও করিয়ে দিয়েছিলেন। কিন্তু সমস্ত সম্পর্ককেই পেছনে ঠেলে ফেলে দিয়ে ভুলে যেতে চাইছেন সবকিছু। তাঁর সামনে এখন একমাত্র বন্ধু-প্রেমিক-ভাবী স্বামী সান্তনু হাজারিকা ছাড়া আর কাউকে যেন দেখতে পাচ্ছেন না।