কলকাতা: ১৪ বছরের দাম্পত্য জীবনের শেষ হতে চলেছে গায়ক (Singer) অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chattapadhyay) ও তাঁর স্ত্রী মধুজা বন্দ্যোপাধ্যায়ের? সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন মধুজা নিজে। গুঞ্জনটা বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছিল গায়কের স্ত্রী মুম্বইয়ে গিয়ে থাকতে শুরু করেন। যদিও প্রকাশ্যে এ নিয়ে দম্পতির কেউ মুখ খোলেননি। এবার আইনি বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেন গায়কের স্ত্রী।
মধুজা লিখেছেন, আইনি পথেই বিচ্ছেদ কাম্য। জানি, অনিন্দ্য খুব কষ্ট পেয়েছে। পেয়েছে আমিও। আবার সত্যটা মেনে নিয়ে কোথাও একটা নির্ভার হয়েছি। অনিন্দ্য আর আমি তাই আইনি পথে বিচ্ছেদে পা বাড়িয়েছি। বিচ্ছেদ বিয়ের হয়েছে সন্তান জুজুর হয়নি। দাম্পত্যের হয়েছে। বন্ধুত্বের হয়তো না। তবে মধুজা একথা বললেও এই বিষয়ে অনিন্দ্যর বক্তব্য জানা যায়নি।
আরও পড়ুন: বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে ১০টি খুনের অভিযোগ দায়ের
আরও খবর দেখুন