কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে উত্তাল রাজ্যের বিভিন্ন প্রান্ত। শহর, জেলা, রাজ্যের গণ্ডি পার করে আন্দোলন পৌঁছেছে জাতীয় স্তরে। মহিলা চিকিৎসক-পড়ুয়ার উপরে নারকীয় অত্যাচার ও খুনের ঘটনার প্রতিবাদে দফায় দফায় চলছে প্রতিবাদ। গত ১৪ অগাস্ট রাত দখলের অভিযানও করেছিলেন মহিলারা।
সঠিক বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন টলিপাড়ার অনেকেই। দফায় দফায় পথে নেমেছেন বিনোদন জগতের তারকা। আর এবার গানে-গানে সোচ্চার হলেন ক্যাকটাসের পটা অর্থাৎ জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিজিৎ বর্মণ (Abhijit Barman Pata)। গানের নাম, ‘রাত দখলের গান’। গানের কথা লিখেছেন অভিজিৎ পাল (Abhijit Paul), সুর দিয়েছেন কৌস্তভ চট্টোপাধ্যায় (Kaustav Chatterjee)।
আরও পড়ুন: সেলিব্রিটি দিয়ে আন্দোলন হয়না, আরজি কর কাণ্ডে বিস্ফোরক দেবালয়
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। বুধবার আরজি কর তদন্তে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আজ নিয়ে ছ’দিন সিজিওতে তলব করা হয়েছে। আরজি কর কাণ্ড নিয়ে তিনটি মামলা দায়ের কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। মঙ্গলবার আরজি করের ঘটনা নিয়ে শুনানি হয়েছিল সর্বোচ্চ আদালতে। আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, আমরা আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ এই ঘটনাই প্রমাণ যে আরজি করে ৭০০ রেসিডেন্ট ডাক্তারের মধ্যেই অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। ৩০-৪০ জন মহিলা, ৬০-৭০ জন পুরুষ ডাক্তার আছেন। শীর্য আদালতের নির্দেশ, শুধুমাত্র পড়াশোনার জন্য নয়, পরিষেবার স্বার্থে সমস্ত চিকিৎসকের হাসপাতালে ফিরে আসা উচিত। তাই সিআইএসএফ (CISF) সিআরপিএফ (CRPF) পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করতে হবে আর জি কর হাসপাতালে। সেইমতো আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
আরও খবর দেখুন