অর্ক্য চট্টোপাধ্যায়, কলকাতা: বাংলা ছবিতে এবার বহুরূপে আসছেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। বাংলা ছবির দুনিয়ায় নয়া নিদর্শন গড়তে চলেছেন পরিচালক আকাশ মালাকার (Akash Malakar)। ছবির নাম ‘বহুরূপ’ (Bahurup)। এই ছবিতে সোহমের মধ্যে সাতজন অভিনেতাকে দেখতে পাবে দর্শক। সিনেপর্দায় দেখা যাবে সোহম-ইধিকা জুটি। সোমবার কলকাতার এক পাঁচতারা হোটেলে ছবির অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট করলেন পরিচালক আকাশ মালাকার। বাংলা সিনেমার ইতিহাসে প্রথম কোনও অভিনেতাকে একই ছবিতে ৭টি ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
নতুন এই ছবির প্রসঙ্গে কলকাতা টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আকাশ জানিয়েছেন, ‘বহুরূপ’ একজন অভিনেতার গল্প। আমরা সিনেমার হিরো বা হিরোইনকে দেখে সিনেমায় একাত্ম হয়ে যাই। অ্যাকশন, ভালোবাসা, সুখ, দুঃখ, অভিমানের দৃশ্যের সঙ্গে নিজেদের একাত্ম করে ফেলি। অথচ একজন অভিনেতাকে ওই সিনেমার জন্য কতটা খেটে নিজেকে প্রস্তুত করতে হয় সেটা আমরা ভাবিনা বা ভাবার দরকারও পড়ে না। বহুরূপ সেই অভিনেতার গল্প যে নিজেকে হারিয়ে ফেলেছে কোন এক চরিত্রের অন্ধকারে।
বহুরূপ’ সোহম চক্রবর্তী এবং ইধিকা পল (Idhika Paul) জুটির প্রথম ছবি। এই জুটি প্রসঙ্গে পরিচালক বলেছেন, তাঁরা দুজনেই অক্লান্ত পরিশ্রম করছেন এই ছবির জন্য। নিজেকে সম্পূর্ণ ভেঙে একদম নতুন রূপে দর্শকদের সামনে আসতে চলেছেন তাঁরা। পাশাপাশি ‘বহুরূপ’-এ নিজের চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং বলেই উল্লেখ করেছেন অভিনেতা সোহম চক্রবর্তী।
আরও পড়ুন: নতুন রহস্য নিয়ে ফিরছেন ইন্সপেক্টর নলিনীকান্ত
এস বি ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট এবং রুক্মিণী ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট-এর প্রযোজিত এই ছবির শুটিং শুরু হবে আগামী ২২ অগাস্ট থেকে। আগামী বছর প্রেক্ষাগৃহে আসবে ‘বহুরূপ’। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবলীনা দত্ত, রাজা দত্ত সহ টলিপাড়ার একরাশ খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীদের। ছবিতে সোহমের ৭টা লুক ফুটে উঠবে সোমনাথ কুন্ডুর হাতের যাদুতে। একই ছবিতে এতো গুলো চেহারা খুবই চ্যালেঞ্জিং, কাজটি করার সুযোগ পেয়ে ভীষণ এক্সসাইটেড বলেই উল্লেখ করেছেন সোমনাথ বাবু।
দেখুন বিস্তারিত