কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় গোটা দেশে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় চলছে প্রতিবাদ, আন্দোলন। সঠিক বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন টলিপাড়ার অনেকেই। দফায় দফায় পথে নেমেছেন বিনোদন জগতের তারকারা। আরজি কর কাণ্ডে বিচার চেয়ে একাধিকবার রাস্তায় নেমেছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। বার বার তাঁকে দেখা গিয়েছে প্রতিবাদী মিছিলেও।
আরও পড়ুন: অরিজিৎকে কটাক্ষ কুণালের, নিশানায় টলিপাড়ার শিল্পীরাও!
আগামী ১ সেপ্টেম্বর আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে মহামিছিল, আর সেই মহামিছিলের নামেই তোলা হচ্ছে টাকা, এমনই বিস্ফোরক অভিযোগ সামনে রেখে শহরবাসীকে সতর্ক করলেন অভিনেত্রী সোহিনী সরকার। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “আমরা খবর পেয়েছি, আমার তিলোত্তমার ১ সেপ্টেম্বরের মহামিছিলের নামে টাকা তোলা হচ্ছে। কাজটি কার, সেটা এখনও বুঝতে পারা যায়নি। আমাদের পক্ষ থেকে এখনও অবধি কোনও টাকা চাওয়া হয়নি, হচ্ছে না। পরবর্তীতে হলে সর্বাগ্রে আমাদের পেজ থেকে সেই আবেদন পোস্ট করা হবে। সাবধান থাকুন। কেউ নিয়ে থাকলে বা এরপর কেউ চাইলে দয়া করে আমাদের জানান। যোগাযোগের নম্বর: +91 83340 04994 / +91 82409 25171″।
দেখুন বিনোদনের আরও খবর