মাদক কাণ্ডে গ্রেফতার হওয়া শাহরুখপুত্রের সমর্থনে মুখ খুলেছেন বহু বলিউড তারকা। শাহরুখের বাড়িতে এসে সান্তনা দিয়ে গেছেন বলিউডের আর এক মেগাস্টার ‘ভাইজান’ সলমন খান।
আরও পড়ুন: ফের জামিন খারিজ আরিয়ান খানের
এবার এই বলিউড স্টার এর প্রাক্তন প্রেমিকা সোমি আলী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’জীবনে কখনো মাদক নয়নি এমন বাদশা রয়েছে কি? এবার বাচ্চাটাকে বাড়ি যেতে দিন।’ সমি আরও একধাপ এগিয়ে বলেন,’দেহ ব্যবসার মতো মাদক ও কোনদিন সমাজ থেকে সরিয়ে দেওয়া যাবে না। এ দুটোকেই বৈধ করে দেওয়া প্রয়োজন। কেউ তো আর আজীবন সাধুপুরুষ থাকতে পারে না। সব বাচ্চাই ভুল করে। আমার যখন ১৫ বছর বয়স ছিল তখন আমি গাঁজা খেয়েছিলাম। এরপর দিব্যা ভারতীর সঙ্গে ‘আন্দোলন’ ছবির শুটিংয়ে আমি গাঁজা সেবন করি। সেজন্য আমার কোনো অনুশোচনা নেই’।’
সোমির এইসব পোস্ট দেখে নেটিজেনদের একাংশ অবাক হলেও তিনি আরিয়ানকে সমর্থন করে আরও লিখেছেন,’বিচারব্যবস্থা নিজের দৃষ্টিভঙ্গি প্রমাণ করতে আরিয়ান কে ব্যবহার করছে। অকারণে এই বাচ্চাটির কষ্ট পাচ্ছে। এর মানে কি! এর বদলে বিচারব্যবস্থার উচিত ধর্ষণকারী এবং খুনিদের ধরে উপযুক্ত শাস্তি দেওয়া। ১৯৭১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আজ পর্যন্ত কি সুবিধে করতে পেরেছে তারা! শাহরুখ-গৌরির কথা ভেবে আমি খুবই ব্যথিত; কাজের জন্য প্রার্থনা রইলো। আরিয়ান তুমি কোন দোষ করনি এবং এর সুবিচার তুমি পাবেই’।
১৯৯৪ থেকে ১৯৯৭ সালের মধ্যে সোমি আলি ‘আন্ত’ ,’আও পেয়ার কারে’, ‘ইয়ার গাদ্দার’ , ‘চুপ’ ছবিতে অভিনয় করেছিলেন। বর্তমানে সোমি ‘নো মোর টিয়ার্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করেন। এই সংস্থার মাধ্যমে যৌন হেনস্থা ও ধর্ষণের শিকার নারীদের সহযোগিতা করেন অভিনেত্রী।সোমি আলির বিভিন্ন ছবিতে সহ অভিনেতাদের মধ্যে ছিলেন সইফ আলি খান, মিঠুন চক্রবর্তী, শিল্পা শেঠি, জিতেন্দ্র, ওম পুরি প্রমূখ।