মুম্বই: চলতি বছরের ২৩ জুন বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন জাহির ইকবাল (Zaheer Iqbal) ও অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। তারপর থেকেই হানিমুন মুডেই রয়েছেন তারকা দম্পতি। কখনও সিঙ্গাপুর, কখনও ফিলিপিন্সে হানিমুনে যাচ্ছেন তো কখনও আবার বৃষ্টিভেজা মুম্বইয়ের রাস্তায় আনন্দে মেতে উঠছেন নবদম্পতি।
বিয়ের পর থেকে প্রায় নিত্যদিনই রেস্তরাঁয় ডেট নাইটে দেখা যাচ্ছে তাঁদের। সম্প্রতি মায়ানগরীর এক রেস্তরাঁয় পাপারাৎজিদের সঙ্গে আনন্দে মেতে উঠতে দেখা গেল সোনাক্ষী-জাহিরকে। তারকাদম্পতির এহেন আচরণেই মুগ্ধ হয়ে ‘দাদা-বউদি’ সম্বোধনে মেতে উঠলেন পাপারাৎজিরাও। সেই মিষ্টি মুহূর্তই বর্তমানে ভাইরাল নেটপাড়ায়।
View this post on Instagram
আরও পড়ুন: ব্যাট হাতে ২২ গজে রুক্মিণী, চার-ছয়ের সঙ্গী দেব
উল্লেখ্য, ভিন্নধর্মে সোনাক্ষী-জাহিরের বিয়ের প্রসঙ্গে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল নেটপাড়ায়। কেউ জাত-ধর্ম তুলে অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন তো কেউ বা আবার লাভ জিহাদের অভিযোগও এনেছিলেন। কারও প্রশ্ন, মুসলিম পরিবারে বিয়ে করেও কেন সিঁথিতে সিঁদুর পরেছেন? তবে নিন্দুকদের কথায় কান দিতে নারাজ সোনাক্ষী-জাহির। তাঁরা বরং সকলকে নিয়ে বারবার মেতে উঠেছেন হাসিখুশি মুহূর্তে।
দেখুন বিনোদনের আরও খবর