মুম্বই: হিন্দু বা মুসলিম রীতি মেনে নয়, বরং আইনি মতেই দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের (Zaheer Iqbal) সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়লেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। কোনও এলাহি আয়োজন নয়, নেই তারকাখচিত কোনও হাইপ্রোফাইল বিগবাজেট অনুষ্ঠান, একেবারে ছিমছাম ভাবেই ভালোবাসার মানুষের সঙ্গে আইনি বিয়ে সারলেন শত্রুঘ্ন সিনহার একমাত্র কন্যা।
রবিবার বিকেলে পশ্চিম বান্দ্রায় অভিনেত্রীর নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এই এক হল সোনাক্ষী-জাহিরের চার হাত। এই দিনটিও তাঁদের জন্য বিশেষ। প্রথম দেখার জন্মদিনটিকেই বিয়ের তারিখ করে নিলেন তারকাজুটি। সাক্ষী বলতে শুধু দুই পরিবার এবং তাঁদের ঘনিষ্ঠরা। একেবারে হাতে গোনা কয়েকজনকে নিয়েই আইনিমতে বিয়ে সারলেন অভিনেত্রী। আইনি বিয়ের জন্য প্যাস্টেল শেডের শাড়ি বেছে নিয়েছিলেন কনে। অন্যদিকে পাত্র জাহিরের পরনে ছিল সাদা শেরওয়ানি।
আরও পড়ুন: সামান্থার সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ!
রেজিস্ট্রি বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ২০১৭ সালের জুন মাসের ঠিক ২৩ তারিখেই আমরা একে-অপরের চোখে ভালোবাসা দেখে আগলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে সেই ভালোবাসাই আজ আমাদের এখানে নিয়ে এল। ঈশ্বর আর দুই পরিবারের আশীর্বাদ সাক্ষী রইল বিশেষ এই মুহূর্তের। আমরা এখন নবদম্পতি। এখন থেকে অনন্তকাল পর্যন্ত আমি তোমারই।
View this post on Instagram
দেখুন বিনোদনের আরও খবর