মিঠাই ধারাবাহিকের দর্শকর জন্য এসে গেল দুর্দান্ত খবর। দীপাবলিতে ছোট পর্দার দর্শককে বাম্পার উপহার। আর সেটি হল শুরু হচ্ছ মিঠাইয়ের পুনঃসম্প্রচার। উচ্ছেবাবু আর মনোহরার পরিবারের সদস্যদের নিয়ে ফিরছে সকলের প্রিয় মিঠাই রানি। আগামী ১৩ নভেম্বর সোম থেকে শনি প্রতিদিন দুপুর ১২টা ৩০ থেকে ১টা৩০ পর্যন্ত এক ঘণ্টায় দুটি করে এপিসোড দেখানো হবে। এই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত দর্শক। মিঠাইয়ের পুনঃসম্প্রচারের খবরে খুব স্বাভাবিকভাবেই খুশি সৌমিতৃষা।
আরও পড়ুন: বিয়ে করছেন ত্রিধা চৌধুরী!
উচ্ছেবাবু আর মিঠাই রানির জুটি টিভির পর্দায় ইতি টানতেই মন খারাপ হয়েছিল এই সিরিয়ালের দর্শকের। হৃদয় ছোঁয়া বার্তায় শ্যুটিংয়ের শেষ দিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। ধারাবাহিক শেষ হওয়ার পর কেটে গিয়েছে পাঁচ মাস। তবুও মনোহরা পরিবারের প্রতিটি চরিত্র দর্শকের স্মৃতিতে একেবারে তাজা।
দেখুন আরও খবর: