কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) একমাত্র মেয়ে সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। মহারাজের সন্তানকে নিজের করে নিয়েছে গোটা বাংলা। আর সেকারণেই দাদাগিরির মঞ্চে খেলতে আসা সাধারণ মানুষ থেকে তারকা, সকলেরই বেশ উৎসাহ থাকে সানাকে নিয়ে। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন কর্মজগতে পা দিয়েছেন সৌরভ-কন্যা। বর্তমানে কনসাল্টিং ফার্ম ডেলোয়েটে চাকরি করছেন। আয় করছেন প্রতি মাসে লাখে। বাবাকে কী উপহার দিলেন সানা প্রথম মাইনে থেকে? দাদাগিরির মঞ্চে সৌরভকে এমনই প্রশ্ন করেন টেলি অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।
উত্তরে সৌরভ বলেন, “এই মাসেই আসলে ও প্রথম মাইনে পেল। আমাকে ফোনে বলছে বাবা তোমাকে এটা পাঠাব। আমি বললাম সে তো ঠিক আছে, দাম কত? জবাবে এমন একটা দাম বলল, আমি বললাম আমার লাগবে না। শেষে বললাম, এই প্রথম রোজগার তুমি তোমার ভবিষ্যতের জন্য জমিয়ে রাখো।” তিনি আরও বলেন, “আসলে ছোট মানুষ তো ভেবেছে বোধহয় বাবাকে উপহার দতে গেলে অনেক দামী কিছু দিতে হয়। নাহলে বাবা খুশি হয় না। আমি বললাম আমাকে সামান্য কিছু দিও, তাতেই আমি খুশি।”
আরও পড়ুন: প্রথম দশেও জায়গা হল না ভারতীয় সুন্দরী শ্বেতা সারদার
উল্লেখ্য, সৌরভ ব্যস্ত রয়েছেন এখন দাদাগিরির শ্যুটে। তাই নভেম্বরে সানার জন্মদিনে যেতে পারেননি লন্ডনে মেয়ের কাছে। ডটার্স ডে-র দিন সামাজিক মাধ্যমে সানার সঙ্গে ছবি শেয়ার করে ‘গর্বিত বাবা’ সৌরভ লিখেছিলেন, ‘দুনিয়ার সব থেকে সুন্দর জিনিস.. হ্যাপি ডটার্স ডে। তুমি ভাবতেও পারবে না তোমায় কতটা ভালোবাসি।’
দেখুন আরও অন্য খবর: