কলকাতা: ভূমিধসের ফলে মৃত্য়ুপুরীর রূপ নিয়েছে ওয়ানাড় (Wayanad)। তিনশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভূমিধসের ঘটনায় ওয়েনাড়ের অন্তত ৩৫০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও সেখানে চলছে উদ্ধারকাজ। নৌসেনার সঙ্গে মিলিতভাবে উদ্ধারকাজ চালাচ্ছে উপকূলরক্ষা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে নেমেছে সেনা এবং বায়ুসেনাও। কিন্তু লাগাতার বৃষ্টি এবং ধসের কারণে ওয়ানড়ের একাধিক সেতু এবং রাস্তা ধ্বংস হয়ে গিয়েছে। ফলে বিপদগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছতেই পারছেন না উদ্ধারকারীরা।
এমতাবস্থায় বিধ্বস্ত ওয়েনাড়ের পাশে দাঁড়ালেন দক্ষিণী তারকারা। বিক্রম, রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna), জ্যোতিকা সাদানা, সূর্যর মতো দক্ষিণী সুপারস্টাররা আগেই এগিয়ে এসেছিলেন। যে যাঁর সাধ্যমতো উজাড় করে মুখ্যমন্ত্রীর ক্রাণ তহবিলে দান করেছিলেন। এবার মৃত্যুপুরী ওয়ানড়ের (Wayanad Landslide) পুনর্বাসনের জন্য বড় আর্থিক সাহায্য করলেন চিরঞ্জিবী (Chiranjeevi) এবং রামচরণ (Ram Charan)। জানা যাচ্ছে পিতা-পুত্র মিলে এক কোটি টাকা অনুদান দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রীর ক্রাণ তহবিলে।
আরও পড়ুন: ‘আমি এখনও বেঁচে আছি’… কেন এমন বললেন অক্ষয়!
অন্যদিকে বিধ্বস্ত ওয়েনাড়ের পাশে দাঁড়িয়েছেন ‘পুষ্পা’ স্টার আল্লু অর্জুনও। ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য করে আল্লু অর্জুন জানিয়েছেন, “কেরালা আমাকে অনেক কিছু দিয়েছে। এবার আমি ত্রাণের কাজে ২৫ লক্ষ টাকা দিয়ে আমার কর্তব্য করলাম।” মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়ে মেগাস্টার চিরঞ্জিবী জানিয়েছেন, “গত কয়েক দিনে প্রকৃতির রোষে কেরালায় শতাধিক জীবনহানি হয়েছে। ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর পরিমাণে। ওয়ানাড়ের এহেন বিপর্যয়ে আমরা গভীরভাবে মর্মাহত। আমি এবং রামচরণ এক কোটি টাকা দিলাম। যাঁদের ক্ষতি হয়েছে, আমরা তাঁদের পাশে রয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দ্রুত যেন সব ঠিক হয়ে যায়।”
দেখুন বিনোদনের আরও খবর