কলকাতা: এই মুহূর্তে নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সের জন্য শিকাগোতে রয়েছেন টলিউডের একঝাঁক তারকা। কনফারেন্সের জন্যই মার্কিন মুলুকে গিয়ে টলিপাড়ার অন্যতম মিষ্টি জুটি ঋদ্ধি সেন ও সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় টাইমস স্কোয়্যার থেকে আদুরে মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন। আর এবার বন্ধুত্ব উদযাপন করে আবেগে ভাসলেন গ্ল্যামার দুনিয়ায় দুই সুন্দরী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।
প্রতিবছর আমেরিকায় বঙ্গ সম্মেলন হয়। এবছর ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) ৪, ৫ ও ৬ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির হয়েছিলেন শ্রাবন্তী-স্বস্তিকাও। কনফারেন্স শেষে শিকাগোর নাইটক্লাবে গিয়ে চুটিয়ে পার্টিতে মেতেছিলেন স্বস্তিকা-শ্রাবন্তী। তাঁদের সঙ্গে ছিলেন অভিনেত্রী সোহিনী সরকারও।
View this post on Instagram
আরও পড়ুন: ‘তুফান’-এর মধ্যেই ‘দরদ’ দেখালেন শাকিব!
আনন্দের সেই মুহূর্ত থেকেই স্বস্তিকার সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, “ও হাসলেই মন গলে যায়।” স্বস্তিকাকে নিয়ে শ্রাবন্তীর আবেগী পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
View this post on Instagram
দেখুন বিনোদনের আরও খবর