কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar incident) সঠিক বিচারের প্রত্যাশায় রয়েছেন সকলেই। সঠিক বিচারের দাবিতে দফায় দফায় চলছে প্রতিবাদ, মিছিল, রাত দখল। পথে নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন আমজনতা থেকে তারকারা। বারবার পথে নেমে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে বর্ষীয়ান অভিনেতা থেকে অভিনয় জগতের তরুণ তুর্কিদের।
এবার ন্যায়বিচারের প্রার্থনা জানিয়ে দরগায় হাজির হলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty)। সোমবার আরজি কর মামলায় (RG Kar Case) সুপ্রিম শুনানির দিন আজমেঢ় শরিফ দরগায় ন্যায়বিচারের প্রার্থনা জানালেন তাঁরা।
আরও পড়ুন: জন্মদিনে মন ভালো নেই, বিষণ্ণ সত্যপুত্র সন্দীপ!
সম্ভবত কোনও ছবির শুটিংয়ের কাজেই দুই অভিনেত্রী এই মুহূর্তে রয়েছেন রাজস্থানে। সেখানে গিয়ে কাজের মাঝেও ন্যায়বিচার চাইতে ভুলে গেলেন না। সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, মাথায় ওড়না দিয়ে কখনও প্রার্থনা করে সুতো বাঁধলেন শ্রাবন্তী আবার কখনও বা তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে দেখা গেল তাঁকে। আজমেঢ় শরিফে প্রার্থনা করে দুই অভিনেত্রী তাঁদের সেলফিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “শান্তি ফিরুক। ন্যায়বিচারের জন্য প্রার্থনা করলাম।”
View this post on Instagram
দেখুন বিনোদনের আরও খবর