কলকাতা: সৃজিৎ মুখোপাধ্যায় (Srijit Mukherjee)-এর ঘরে এল নতুন সদস্য। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানালেন পরিচালক। নতুন এই সদস্যের নাম ‘উলুপী’। কে এই ‘উলুপী’? সৃজিৎ অনুরাগীরা যখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন, ঠিক তখনই সৃজিতের সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্ট সেকশন থেকেই আভাস পাওয়া গেল এই ‘উলুপী’ সম্পর্কে।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)
সৃজিতের এক বন্ধু সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, তোমার বাড়িতে আর কোনওদিন যাব না। সৃজিৎ পাল্টা জবাব দিয়েছেন, এর থেকে শান্ত জীব খুব কম হয়। আর মানুষের থেকে অনেক বেশি বিশ্বাসী। পাশাপাশি, হিন্দু পুরাণ মতে ‘উলুপী’ নাগকন্যার নাম। দুয়ে দুয়ে চার করে বোঝাই যাচ্ছে, সৃজিতের বাড়িতে নতুন সদস্য একটা সাপ। একইসঙ্গে টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, সৃজিতের এই পোষ্য নাকি যে সে পোষ্য নয়, সাক্ষাৎ আমাজনের পাইথন (Python)।
আরও পড়ুন: …ছবিগুলোর মধ্যে কিচ্ছু নেই, কোন প্রসঙ্গে এমন মন্তব্য নাসিরুদ্দিনের!
আরও খবর দেখুন