কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় গোটা দেশে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় চলছে প্রতিবাদ, আন্দোলন। সঠিক বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন টলিপাড়ার অনেকেই। দফায় দফায় পথে নেমেছেন বিনোদন জগতের তারকারা। এবার আবারও রবিবাসরীয় দুপুরে আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে মহামিছিলে হাঁটতে চলেছেন আমজনতা থেকে তারকারা। আরজি কর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ আরও যেন জোরাল করতেই এবার মহামিছিলের ডাক।
আরও পড়ুন: মহামিছিলের নামেই তোলা হচ্ছে টাকা, বিস্ফোরক সোহিনী!
গত ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের পর ১ সেপ্টেম্বর আবারও একটা মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। রবিবার দুপুর ৩টে থেকে মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে। মিছিলে অংশ নেবেন সমাজের নানা শ্রেণির মানুষরা। সাধারণ মানুষের সঙ্গে পা মেলাবেন সেলেবরাও। আর এই মিছিলেই বাঙালির অতি প্রিয় দুই গোয়েন্দা ফেলুদা ও কাকাবাবুকে টেনে আনলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ফেলুদা ও কাকাবাবুর স্কেচ শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) লিখেছেন, “হিসেব মিলছে না। মহামিছিলে যাওয়া দরকার।” আর এভাবেই মহামিছিলের ডাকে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান জানালেন তিনি।
দেখুন বিনোদনের আরও খবর