মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি ছিল ‘দিল বেচারা’ (Dil Bechara)। অভিনেতার অকালমৃত্যুর পর ছবিটি মুক্তি পায়। ২০২০ সালের ১৪ জুন মারা যান সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। তার একমাস পর জুলাই মাসে মুক্তি পায় দিল বেচারা। এই ছবি দিয়েই পরিচালনায় হাতেখড়ি হয় মুকেশ ছাবরার (Mukesh Chhabra)। ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স’ (The Fault in Our Stars)-এর উপর ভিত্তি করে এই ছবিটি তৈরি করেছিলেন পরিচালক। সুশান্তের বিপরীতে সঞ্জনা সংঘী (Sanjana Sanghi)-কে দেখা গিয়েছিল এই ছবিতে।
‘দিল বেচারা’ সুশান্ত অনুরাগীদের মনে এক ভিন্ন জায়গা তৈরি করেছিল। ‘দিল বেচারা’-র ইম্যানুয়েল রাজকুমার জুনিয়র ওরফে ম্যানির চরিত্রে সুশান্ত সিং রাজপুতের অভিনয় আজও মুগ্ধ করে দর্শকদের। পৃথিবী থেকে বিদায় নিতে আর মাত্র খানিকক্ষণের অপেক্ষা জেনেও কাউকে ভালো লাগা, তার প্রেমে পড়া, কোনওরকম সংকোচ না রেখে সাহস করে মনের কথা বলা, স্বপ্নে ভেসে যাওয়ার কাহিনি চোখে জল এনেছিল সকলের।
আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এর পর রণবীরের ‘রামায়ণ’-এ ববি?
সম্প্রতি ছবির পরিচালক মুকেশ ছাবরা ‘দিল বেচারা’-র সিক্যুয়েলের ইঙ্গিত দিয়েছেন। সোশ্যাল মিডিয়া একটি পোস্টে তিনি লিখেছেন ‘দিল বেচারা ২’ (Dil Bechara 2)। এরপরেই সুশান্তর অনুরাগী মহলে নানান চর্চা শুরু হয়েছে। অনেকের মন্তব্য, ‘দিল বেচারা’ একটা আবেগের নাম। দয়া করে সুশান্ত এবং আমাদের জন্য এই ছবিটাকে নষ্ট করবেন না। আবার অনেকে বলেছেন সুশান্ত ছাড়া এই ছবি তৈরি হলে কেউ দেখবে না। অনেকে আবার ‘দিল বেচারা ২’ ছবিকে বয়কটের ডাক দিয়েছেন। যদিও এইসব কিছু নিয়ে মুকেশ কোনও মন্তব্য করেননি।
আরও খবর দেখুন