কলকাতা: আরজি কর-কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে বারবার পথে নামতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)-কে। কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে পা মেলান অভিনেত্রী। মঙ্গলবার শ্যামবাজারের রাস্তায় বিচারের দাবিতে আন্দোলনে যোগ দেন স্বস্তিকা। সেখান থেকেই বেশ কিছু ছবি শেয়ার করে বিতর্কের সম্মুখীন তিনি।
নেট নাগরিকদের একাংশের প্রশ্ন, কেন আন্দোলনকারীদের সঙ্গে গিয়ে হাসিমুখে ছবি তুলেছেন স্বস্তিকা? এই বিতর্কের জবাবেই স্বস্তিকা সোশ্যাল মিডিয়া পোস্টে প্রশ্ন তুলেছেন, “আমি সন্দীপ ঘোষ নই। আমি ধর্ষণ করিনি। আমি খুনও করিনি। রাস্তায় নেমে ১৫ ঘণ্টা প্রতিবাদরত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে, সেই নিয়মটা কে বানাল?” চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে অভিনেত্রী লেখেন, “আর কোনও নিয়ম মানব না। যে ভাবে মনে হবে, সেই ভাবে রাস্তায় নামব, দিনে, রাতে।” অভিনেত্রীর এই পোস্ট মন ছুঁয়েছে অনুরাগীদের।
আরও পড়ুন: কাঞ্চনের মন্তব্যে ক্ষুব্ধ সুদীপ্তা, ফিরিয়ে দিলেন সরকারি পুরস্কার
পরে আরও একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সমালোচনাকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী প্রশ্ন ছুঁড়েছেন, যারা হেসেছি বলে ট্রোল করতে ব্যস্ত, তারা কেউ একবারও জিজ্ঞেস করল না কিন্তু যে এতগুলো মেয়ে রাস্তায়, শ্যামবাজার মোড়ে তারা বাথরুম কোথায় যাবে? কারুর পিরিয়ড হলে কোথায় প্যাড-এর ব্যবস্থা হবে?
দেখুন বিনোদনের আরও খবর