কলকাতা: হিন্দু বা মুসলিম, কোনও রীতি মেনেই নয়, বরং আইনি মতেই দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের (Zaheer Iqbal) সঙ্গে সদ্য বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। কোনও এলাহি আয়োজন নয়, দেখা গেল না তারকাখচিত কোনও হাইপ্রোফাইল বিগবাজেট অনুষ্ঠান, একেবারে ছিমছাম ভাবেই ভালোবাসার মানুষের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন শত্রুঘ্ন সিনহার একমাত্র কন্যা। তাঁদের এই পদক্ষেপকেই সাধুবাদ জানালেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। প্রসঙ্গ টানলেন শাহরুখ-গৌরীর সম্পর্কের।
আরও পড়ুন: সামান্থার সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ!
সোনাক্ষী-জাহিরের বিয়ে প্রসঙ্গে তসলিমা সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “জাহির ইকবাল আর সোনাক্ষী সিনহার বিয়ে হল স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। যার যার ধর্ম তার তার থাকছে। বিয়ের কারণে কারও ধর্মবিশ্বাস পরিবর্তন করতে হয়নি। জাহির তার নমাজ, রোজা, আদৌ যদি তার ইচ্ছে হয় করতে, করবে। আর সোনাক্ষীর যদি পুজো করতে ইচ্ছে হয় করবে। হ্যাঁ, একই বাড়িতে। কেউ কাউকে বাধা দেবে না। শাহরুখ খানের বাড়িতে তো এমনই হয়। মধুর যে কোনও সম্পর্কে ধর্ম হয়ে ওঠে তুচ্ছ ব্যাপার।”
লেখিকা আরও বলেছেন, “হিন্দু-মুসলমানে বিয়ে হলে হিন্দুই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। খ্রিস্টান-মুসলমানে বিয়ে হলে খ্রিস্টানই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। বিয়ের কারণে কোনও মুসলমানকে ধর্ম বদলাতে হয় না। অথচ মুসলমানের সঙ্গে বিয়ে হলে সব অমুসলিমকে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়। এইসব ঝামেলায় না গিয়ে সবচেয়ে ভালো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করা। যে মানুষ তার প্রেমিক বা প্রেমিকাকে ধর্ম বদলানোর জন্য চাপ দেয়, তাকে বিয়ে না করাই ভালো। কারণ সে প্রেমিক বা প্রেমিকার চেয়ে ধর্মকে বেশি ভালোবাসে, তাছাড়াও নিজের ধর্মকে সব ধর্মের ওপরে রাখে। এই মেগালোম্যানিয়া সম্পর্কের জন্য ক্ষতিকর।” লেখিকার পোস্ট ভালোবাসায় ভরিয়েছেন নেটিজেনরা।

দেখুন বিনোদনের আরও খবর