কলকাতা: আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2024), সিদ্ধিদাতার বন্দনায় মেতে উঠেছেন ভক্তরা। এমনই আবহে সাম্প্রতিক এক ভয়াবহ ঘটনা তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন চলচ্চিত্র পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। যে দেশে হাতিকে ঈশ্বরজ্ঞানে পুজো করা হয়, ‘মহাকাল’ বলে সম্বোধন করা হয়, সেখানেই হাতির উপর নির্মম অত্যাচার হয়। কেরল থেকে ঝাড়গ্রাম, হাতিদের উপর হওয়া অনাচারের ঘটনার দিকে চোখ রাখলে সত্যিই শিউরে উঠতে হয়।
মাত্র কয়েকদিন আগের কথা, ঝাড়গ্রামে অন্তঃসত্ত্বা হস্তিনীর পিঠে জ্বলন্ত রড ঢুকিয়ে হত্যা করার অভিযোগ ওঠে হুলা পার্টির উপর। সেই প্রেক্ষিতেই ‘আরজি কর বা ঝাড়গ্রাম, বিচার পাক সব প্রাণ’- এই স্লোগানে যাদবপুরের মিছিলে গর্জে উঠেছিলেন তথাগত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, দেবলীনা দত্তরা। গণেশ চতুর্থীর দিন একটি ছবি শেয়ার করে আবারও সেই নির্মম অত্যাচারের কথা মনে করিয়ে দিলেন তথাগত। যে ছবিতে দেখা যাচ্ছে রক্তাক্ত এবং শিকলে বাঁধা গণেশকে। গর্ভের সন্তান রক্তাক্ত। ক্যাপশনে পরিচালকের বার্তা, “আজ গণেশ চর্তুথী, আমাদের দেশে গণেশ পুজো। আর আমরা যাকে ভগবান বলি তার পরিণতি এই দেশে এটাই।”
আরও পড়ুন: উৎসবের আমেজ বি-টাউনে, গণেশ বন্দনায় মত্ত তারকারা
এই ছবি দেখার পরেই কলকাতা টিভির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে। পরিচালক জানিয়েছেন, হাতিদের উপর হওয়া অনাচারের কাহিনি থাকবে তাঁর আগামী ছবি ‘পারিয়া ২’ (Pariah 2)-তে। ‘পারিয়া ২’-র পোস্টারেই তথাগত ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এবার অবলা জন্তুদের উপর হওয়া নির্মম অত্যাচারের করুণ কাহিনি তুলে ধরবেন পর্দায়। উঠে আসবে সচেতনতার বার্তাও। আজ গণেশ চতুর্থী উপলক্ষে সেই জল্পনাতেই সিলমোহর বসালেন পরিচালক।
উল্লেখ্য, তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায়, প্রমোদ ফিল্মসের নিবেদনে তৈরি হবে ‘পারিয়া ২’। মুখ্য ভূমিকায় ফের দেখা যাবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)-কে। জানা যাচ্ছে, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অঙ্গনা রায়কে। ছবির মিউজিকের দায়িত্বে থাকবেন রণজয় ভট্টাচার্য। ছবিটি আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে প্রেক্ষাগৃহে আসবে।
দেখুন তথাগত মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার