কলকাতা: ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) পরিচালিত ছবি ‘ভটভটি’ (Bhotbhoti)। বক্স অফিসে সেভাবে সফলতা না পেলেই সিনেপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল এই ছবি। এবার গোটা পৃথিবীর মানুষ এক ক্লিকেই দেখতে পাবেন তথাগত মুখোপাধ্যায়ের ছবি ‘ভটভটি’। শুক্রবার, ইউটিউব মাধ্যমে মুক্তি পেয়েছে সম্পূর্ণ ছবি।
দর্শকদের ভালোবাসা জানিয়ে, পরিচালক তথাগত মুখোপাধ্যায় ছবি মুক্তির কথা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, “জানি এটা সঠিক সময় নয়, তবু ‘ভটভটি’ সম্পূর্ণ সিনেমাটি এখন ইউটিউবে। আপনারা দেখুন, আপনাদের মতামত আমাদের জানান।” সম্পূর্ণ ছবিটির লিঙ্কও কমেন্ট সেকশনে যোগ করেছেন তিনি।
আরও পড়ুন: জাতীয় পুরস্কারের মঞ্চে কারা হলেন সেরার সেরা, দেখুন
বর্তমান সময়ে প্রায় সব ছবিই প্রেক্ষাগৃহের পর ওটিটি মাধ্যমে আসে। কয়েকদিন আগেই ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) পরিচালিত ‘পারিয়া’। তাহলে হঠাৎ কেন ‘ভটভটি’ ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নিলেন পরিচালক? এই প্রশ্ন নিয়েই কলকাতা টিভি মুখোমুখি হয়েছিল তথাগত মুখোপাধ্যায়ের। ২০২২-এ ‘ভটভটি’ রিলিজের পর বিভিন্ন ওটিটি মাধ্যমের সঙ্গে ‘ভটভটি’ নিয়ে কথা হয়। কিন্তু ছবির প্রযোজকরা ওটিটিতে ছবি বিক্রি সম্পর্কে যে প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা পূরণ হয়নি। ফলে ওটিটি স্বত্ত্ব বিক্রির বিষয়ে তাঁরা সেই সময় আর এগোননি। বর্তমানে ২০২৪-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে ‘পারিয়া’ যখন ওটিটিতে সফলভাবে চলছে তখন আমাদের প্রযোজকরা অনেকেই মনে করেন ‘ভটভটি’ হয়তো ‘পারিয়া’-র থেকে অনেক ভালো সিনেমা।
তাই ‘ভটভটি’-কে নতুন একটা দিশা দেখাবার পরিকল্পনা করা হয়। আমরা সাধারণত ইউটিউবে রিলিজ বললে, কম বাজেটের ছবির কথাই ভাবি। কিন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেক আগে থেকেই ইউটিউবে রিলিজের চল শুরু হয়ে গেছে এবং তাতে ওঁরা সফলতাও পেয়েছে। তাহলে আমাদের এখানকার কোনও ছবি কেন ইউটিউবের মত একটা ওপেন প্লাটফর্মে মুক্তি পেয়ে সকলের কাছে পৌঁছে যেতে পারে না? এই ওপেন প্লাটফর্ম থেকে যথাযথ রোজগারও করা সম্ভব। ‘ভটভটি’ ইউটিউব মাধ্যমে এসে যদি সেটা সফলতা লাভ করতে পারে তাহলে প্রযোজকদের কাছে একটা নতুন নজির তৈরি হবে। আমরা সেই এক্সপেরিমেন্টা করতে চাই। ‘ভটভটি’-র প্রযোজকরা জানেন ‘ভটভটি’ একটা প্রজেক্ট হিসেবে যথেষ্ট লস একটি প্রজেক্ট। কিন্তু সেই লস প্রজেক্টটাকে কী করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেই কারণেই আমাদের এই ইউটিউবে মুক্তির উদ্যোগ।