Placeholder canvas
Homeবিনোদনহৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা

প্রবীণ অভিনেতা হার্টের সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই

কলকাতা: প্রয়াত জনপ্রিয় তেলুগু অভিনেতা চন্দ্র মোহন। প্রবীণ অভিনেতা হার্টের সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই। তাঁকে হায়দরাবাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। শনিবার সকাল ৯.৪৫ মিনিটে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। প্রবীণ অভিনেতা চন্দ্র মোহনের মৃত্যুতে তেলুগু চলচ্চিত্র সম্প্রদায় শোক প্রকাশ করেছেন।

‘আরআরআর’ খ্যাত অভিনেতা জুনিয়র এনটিআরও চন্দ্র মোহনের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘চন্দ্র মোহনের অকাল মৃত্যু দেখে খুবই খারাপ লাগছে। যিনি বহু দশক ধরে চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের জন্য বিশেষ পরিচিতি অর্জন করেছেন। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং তাঁর আত্মার শান্তি কামনা করি।

আরও পড়ুন: প্রয়াত কোরিয়ান পপ তারক

২৩ মে, ১৯৪৩ সালে অন্ধ্র প্রদেশের কৃষ্ণা জেলার পামিদিমুক্কালা গ্রামে জন্মগ্রহণ করেন। চন্দ্র মোহন ১৯৬৬ সালে ‘রঙ্গুলা রত্নম’ চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু চলচ্চিত্র শিল্পের সঙ্গে পরিচিত হন। যার জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে রাজ্য সরকারের নন্দী পুরস্কারও পেয়েছিলেন। ১৯৬৮ সালে, তিনি সুখা দুহকালুতে অভিনয় করেছিলেন। ভানিশ্রীর যত্নশীল ভাই হিসাবে, যার জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন। তারপর থেকে, তিনি পদহারেল্লা ভায়াসু, সিরি সিরি মুভভা, সীতামলক্ষ্মী, রাধা কল্যাণম, শঙ্করাভরণম এবং চন্দমামা রাওয়ের মতো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন।

দেখুন আরও অন্য খবর:

Colour Bar | বাংলা সিরিয়ালের TRP-র তালিকায় বড় পরিবর্তন, দেখুন ভিডিও

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments