কলকাতা: ২০২৩ সালের মে মাসে মুক্তি পেয়েছিল পরিচালক সানোজ মিশ্রর ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির ট্রেলার (The Diary Of West Bengal)। ঝলক মুক্তি পেতেই গোটা বাংলায় বিতর্ক ছড়িয়েছিল। এমনকী, সেই সময় পশ্চিমবঙ্গ পুলিশ পরিচালককে বাংলার সম্মানকে ক্ষুন্ন করার অভিযোগে আইনি নোটিসও পাঠিয়েছিল।
শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পরেই নতুন করে শোরগোল পড়েছে বিনোদনের দুনিয়ায়। যদিও বাংলায় কোনও শো নেই এই ছবির। এই ছবি প্রসঙ্গেই অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty) সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসেবে যখন দেখি কোনও কারণ ছাড়াই কিছু মুষ্টিমেয় মানুষ নিজেদের বা নিদির্ষ্ট কোনও দলের স্বার্থের জন্য আমাদের বাংলাকে কালিমালিপ্ত করতে চাইছে বা করার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন খারাপ লাগে বইকী।
অভিনেতা উল্লেখ করেছেন, যে সিনেমা এই রাজ্যের নামে ভুল তথ্য ছড়াতে চাইছে। আর সেই ভুল তথ্য রাজ্যের বাইরের মানুষের কাছেও যাচ্ছে, যদিও আজকালকার দিনে আমরা সবাই যথেষ্ট ওয়াকিবহাল প্রতিটি রাজ্যের খবর আর রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে তাই কোনটা সঠিক তথ্য আর কোন তথ্য সিনেমাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে ভুল দিকে চালনা করতে চাইছে, সেটা সবাই বুঝতে পারে।
এই ছবি প্রসঙ্গেই তীব্র নিন্দা করে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন। শনিবার নতুন একটি পোস্টে তৃণমূল নেতা লিখেছেন, বাংলার বদনাম করা হিন্দি ছবিটির আমি প্রতিবাদ করেছি। কিন্তু তার নাম কোনো পোস্টে লিখিনি। প্রবণতার প্রতিবাদ দরকার, নাম করে প্রচার নয়। এক সিপিএমের ডাক্তার আমাকে জ্ঞান দিয়েছেন দেখলাম। সরকারি হাসপাতালের কর্মবিরতি সমর্থনে মিছিল করে প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোম বা চেম্বার করা নীতিগতভাবে ঠিক কিনা জবাব দিন। ওড়িশায় হাসপাতালে ধর্ষণ করে ডাক্তার গ্রেপ্তার। আন্দোলন করবেন? এক তরুণতুর্কী ডাক্তার শোক দেখিয়ে কর্মবিরতির মিছিল করছে আর নিজের অভিনয় করা ওটিটি সিরিজ দেখুন বলে পোস্ট করছে, নাটক চলবে?
ডাঃ অনিতা দেওয়ান, বর্ণালী দত্ত ভুলে গেলেন? শেষে, জেনিথ নার্সিংহোমে এমন কি হয়েছিল, যাতে ১২ লক্ষ টাকা জরিমানা হয়, এটা সত্য কি না বলবেন?
দেখুন বিস্তারিত খবর