জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসছে দুর্দান্ত অ্যাকশন ফিল্ম দ্য গ্রে ম্যান।মুক্তি পেল ছবির টানটান ট্রেলার।দ্য গ্রে ম্যান পরিচালনা করছেন অ্যাভেঞ্জার্স খ্যাত ডিরেক্টর ড্যুও রুশো ব্রাদার্স।মুখ্যভূমিকায় অভিনয় করেছেন রায়ান গোসলিং,ক্রিস ইভানস,আনা দে আর্মাসের মতো আন্তর্জাতিক তারকা।পাশাপাশি ছবিতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার ধানুশকেও।দেশে ইংরেজি ও হিন্দি ছাড়াও দক্ষিণী ভাষায় ছবি দেখার সুযোগ মিলবে। আগামী ২২জুলাই থেকে ওটিটিতে শুরু দ্য গ্রে ম্যান-এর স্ট্রিমিং।
Html code here! Replace this with any non empty text and that's it.