ইদের বক্সঅফিসে ধুন্ধুমার মাচাতে আসছেন টাইগার শ্রফ।কারণ ইদেই মুক্তি পাবে অভিনেতার ডেবিউ ছবির সিক্যুয়েল ‘হিরোপন্তি ২’।আহমেদ খান পরিচালিত এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী তারা সুতারিয়াকেও।বছরভর সিনেপ্রেমীদের বিনোদিত করবেন, প্রমিস ডে তে এমনটাই জানানো হয়েছিল সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থার তরফে।প্রযোজক যে কথা রাখবেন তার হাতে নাতে প্রমাণ মিলল হাগ ডেতেই। প্রকাশ্যে এল টাইগার শ্রফের আগামী ছবি ‘হিরোপন্তি ২’ এর নতুন পোস্টার।ইদ উপলক্ষে ২৯ এপ্রিল মুক্তি পাবে ছবি,আগাম জানিয়ে দিলেন প্রযোজক।২০২০থেকেই ‘হিরোপন্তি ২’ নিয়ে জল্পনা শোনা যাচ্ছে।গতবছর ছবির শ্যুটিং শেষ হয়ে গেলেও করোনা পরিস্থিতির কারণে ছবি মুক্তির দিন পিছিয়েছে বারবার।অবশেষে সমস্ত অপেক্ষার অবসান,ইদেই মুক্তি পাচ্ছে হিরোপন্তি ২,সোশ্যাল সাইটে নতুন পোস্টার শেয়ার করে জানিয়ে দিলেন হিরোপন্তি স্টার টাইগার শ্রফ।
View this post on Instagram