কলকাতা: টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood), বড়পর্দা থেকে ওটিটি (OTT) সর্বত্রই তাঁর সমান যাতায়াত। সব মিলিয়ে প্রায় ৮০-র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। আজ ৭ নভেম্বর গ্ল্যাম ডল রাইমা সেনের (Raima Sen) শুভ জন্মদিন। ৪৪ -এ পা রাখলেন অভিনেত্রী। কিন্তু, রাইমা ব্যস্ত কলকাতায় তাঁর শিডিউলড শুটিংয়ের কাজ শেষ করা নিয়ে। জন্মদিনের প্ল্যান প্রসঙ্গে তিনি জানান, “আমি মুম্বইয়ে থাকব। কোনও ছুটি নেই, শুটিংয়েই থাকব।” সেইমতো সোমবার অর্থাৎ ৬ নভেম্বর আকাশপথে মুম্বই রওনা দেন অভিনেত্রী।
কলকাতায় একটি ওয়েব সিরিজের শুটিংয়ের কাজে এসেছিলেন রাইমা। শেষও করেছেন সেই শুটের কাজ।সাহানা দত্তর ‘কলঙ্ক’ সিরিজ। সকলেই জানেন এই সিরিজের ঘোষণা হয়েছিল ‘হইচই’-এর পার্টিতে পোষ্টার লঞ্চের মাধ্যমে। তবে পোস্টার ছাড়া আর কিছুই জানাতে চাননি ক্রিয়েটর সাহানা। রাইমা সেন এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করছেন, তাঁর বিপরীতে কাজ করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। টলিপাড়া সূত্রে খবর, রাইমা সেন এই ‘কলঙ্ক’ সিরিজের জন্য মাত্রাতিরিক্ত পরিশ্রম করেছেন।
আরও পড়ুন: জন্মদিনেই মেয়ের মিষ্টি ছবি শেয়ার করলেন আলিয়া
১৯৯৯ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত রাইমা সেন একাধিক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। রাইমা অভিনীত সব চরিত্রই বাঙালি দর্শকের মনের মণিকোঠায় স্থায়ী জায়গা করে রেখেছে। যত দিন এগিয়েছে, নিজের অভিনেতা সত্ত্বাকে নতুন-নতুন চ্যালেঞ্জ দিয়েছেন। চলতি বছরে মুক্তি পেয়েছে রাইমা অভিনীত শেষ ছবি ‘দ্যা ভ্যাকসিন ওয়্যার’। কিছুটা বিতর্কিত টপিকের উপর ছবি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জন্য চর্চায় ছিলেন রাইমা। তবে সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে রোহিনীর অভিনয় দিল জিতে নিয়েছে দর্শকের।
দেখুন আরও অন্য খবর: